Poush Parbon: পৌষ পার্বণে আজও সুন্দরবনের ভরসা ঢেঁকিতে গুঁড়নো চাল

Last Updated:

সুন্দরবনের বাঁকড়া এলাকায় আজও পৌষ পার্বণের পিঠে তৈরির জন্য চালের গুঁড়ি ভাঙা হয় ঢেঁকিতে

+
সুন্দরবনে

সুন্দরবনে ঢেঁকির ভরসায় বাঙালির পিঠে উৎসব

উত্তর ২৪ পরগনা: সুন্দরবনে ঢেঁকির ভরসায় বাঙালির পিঠে উৎসব! কথায় আছে ‘ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে’। কিন্তু সেই ঢেঁকিই তো এখন বিরল গ্রাম বাংলায়। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এই তেরো পার্বণের অন্যতম হল মকর সংক্রান্তির দিন পৌষ পার্বণ। আর পৌষ পার্বণ মানেই পিঠে উৎসব। আজও গ্রাম বাংলার ঘরে ঘরে মহা সমারোহে পালিত হয় পৌষ পার্বণ।
সুন্দরবনের বাকড়া এলাকায় আজও পৌষ পার্বণের পিঠে তৈরির জন্য চালের গুঁড়ি ভাঙা হয় ঢেঁকিতে। আধুনিক সময়ে যান্ত্রিকতার বেড়াজালে মেশিনের যুগেও ঢেঁকিতে চাল গুঁড়ো করার হিড়িক লেগেছে এলাকায়। প্রাচীন সময় থেকে গ্ৰামের লোকের ভরসা ঢেকিতে চাল কুটে পিঠে তৈরি করা। পুরানো ঐতিহ্য ধরে রাখতে এ যেন রীতিমতো মায়েদের এক অভিনব প্রচেষ্টা। বছর বছর ঢেঁকি ছাঁটা চালের গুঁড়োতেই সেখানে ঘরে ঘরে মহিলাদের হাতের কারুকার্যে তৈরি হয় সরুচাকলি, পাটিসাপটা, দুধপুলি, ভাজা এবং সেদ্ধ পিঠে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
খাদ্য রসিকদের মতে ঢেঁকি ছাঁটা চালের গুঁড়ি দিয়ে তৈরি পিঠের জুড়ি মেলা ভার। এলাকার মহিলারা রাত-দিন এক করে ঢেঁকিতে চাল গুঁড়ো করতে ব্যস্ত। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি। তবুও সুন্দরবনের বাঁকড়ার গৌর মণ্ডলের বাড়িতে বছরের এই বিশেষ দিনে মা, কাকিমাদের ছোঁয়ায় ঢেঁকি যেন জীবন্ত হয়ে ওঠে। অনিমা বিশ্বাস, মিলি মণ্ডলের কথায়, ঢেঁকিতে চাল কুটে পিঠের যে স্বাদ তা অন্য কোথাও পাওয়া যায় না। আর এভাবেই বাংলার পুরানো রীতিকেই যেন ধরে রাখছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poush Parbon: পৌষ পার্বণে আজও সুন্দরবনের ভরসা ঢেঁকিতে গুঁড়নো চাল
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement