North 24 Parganas News: পাটিসাপটা তৈরির ঝক্কি শেষ, বাজারে বিক্রি হচ্ছে রেডিমেড নারকোল কোড়া

Last Updated:

বর্তমানে বেশিরভাগ বাড়ির মহিলাই সংসার সামলানোর পাশাপাশি অন্য চাকরি বা ব্যবসা করেন। আর ব্যস্ততার যুগে কোথাও যেন হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যর পিঠে পুলি উৎসব

কোরানো নারকেল
কোরানো নারকেল
উত্তর ২৪ পরগনা: পৌষ পার্বণ মানেই গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠে তৈরির উৎসব। শুধু গ্রাম বাংলা কেন শহরেও বাড়িতে বাড়িতে এই দিন তৈরি হয় পুলি পিঠে, পাটিসাপটা, আস্কে, দুধপুলির মত হরেক রকম পিঠে। কিন্তু পিঠে তৈরির জন্য অত্যন্ত জরুরি উপকরণ নারকোলের আজকাল বড়ই অভাব। একে তো বাজারে চড়া দামে বিক্রি হয় তাও সবাই পায় না। তাছাড়া নারকেল পেলেও আজকালকার ছেলেমেয়েরা তা কুড়তে জানে না। এই সমস্যা দূর করতে এবারের পৌষ পার্বণে বাজারে এল রেডিমেড কোড়ানো নারকোল। তা কিনে এনে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন পাটিসাপটা।
বর্তমানে বেশিরভাগ বাড়ির মহিলাই সংসার সামলানোর পাশাপাশি অন্য চাকরি বা ব্যবসা করেন। আর ব্যস্ততার যুগে কোথাও যেন হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যর পিঠে পুলি উৎসব। সংক্রান্তির আগে ও পরে মোট তিন দিন ধরে চলে পিঠেপুলি উৎসব। তবে মকর সংক্রান্তি উপলক্ষে ঘরে ঘরে পিঠে পুলি তৈরির ক্ষেত্রে বর্তমানে বাধা হয়ে দাঁড়িয়েছে পিঠে পুলি তৈরির মূল উপাদান কোড়নো নারকেল। বর্তমানে এই নারকেল কোড়ানো যথেষ্টই কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠেছে বাড়ির মহিলাদের কাছে। তাই পিঠে পুলি তৈরিতে এখন চাহিদা বাড়ছে রেডিমেড কোড়নো নারকেলের। এখন বাজারেই মিলছে রেডিমেড কোড়নো নারকেল।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এখন ৩০, ৪০, ৫০ টাকায় বিভিন্ন সাইজের নারকোল বিক্রি হচ্ছে বাজারে। তবে নারকেল কুড়িয়ে দেওয়ার জন্য নেওয়া হচ্ছে অতিরিক্ত কিছু টাকা। এমনই ছবি দেখা গেল মধ্যমগ্রাম বাজারে। হাড়োয়া থেকে আসা এক মহিলা বাজারে নারকোল কুড়িয়ে বিক্রি করছেন। শুধু নারকোল নয়, সঙ্গে বিক্রি করছেন নানা রকমের গুড়ও। তিনি জানান, ভালই বিক্রি হচ্ছে এই কোড়ানো নারকোল।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পাটিসাপটা তৈরির ঝক্কি শেষ, বাজারে বিক্রি হচ্ছে রেডিমেড নারকোল কোড়া
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement