Hooghly News: হুগলিতেই রয়েছে মিনি গঙ্গাসাগর, জানেন কি? মকর সংক্রান্তির পুণ্য স্নানে লক্ষাধিক ভিড়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ যারা দূরত্বের কারণে গঙ্গাসাগর যেতে পারেন না মকরের পূণ্য স্নান করার জন্য, তাঁরা সকলেই এসে এসে ভিড় জমালেন ত্রিবেণীতে মকরের গঙ্গা স্নানের জন্য
হুগলি: মকরের পূণ্য স্নানকে কেন্দ্র করে হুগলির ত্রিবেণী হয়ে উঠল মিনি গঙ্গাসাগর। রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ যারা দূরত্বের কারণে গঙ্গাসাগর যেতে পারেন না মকরের পূণ্য স্নান করার জন্য, তাঁরা সকলেই এসে এসে ভিড় জমালেন ত্রিবেণীতে মকরের গঙ্গা স্নানের জন্য। কারণ হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, তিন নদীর সংযোগ স্থল এই ত্রিবেণীতে মকরের স্নান করলে মোক্ষ লাভ হয় মানুষের।
শীতের দিনে একদিকে যখন ঠান্ডায় জুবুথুবু মানুষজন সেই সময় শীতকে উপেক্ষা করে পুণ্য অর্জনের জন্য মকর সংক্রান্তির দিন মানুষজন আসনে গঙ্গা স্নান করার জন্য। মূলত গঙ্গা সাগরের কপিলমুনির আশ্রমে এই দিন সাধু সন্তরা আসেন এই পূণ্য স্নান করতে। কারণ পুরাণ অনুযায়ী এই দিন পূণ্য স্নান করলে মানুষ মৃত্যুর পর মোক্ষ অর্জন করার জন্য এই পূণ্য স্নান করতে আসেন। কারণ গঙ্গাসাগর তিন নদীর সংস্থল হওয়ার দরুন এই জায়গাকে পূণ্য তীর্থ বলে মনে করেন ।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
গঙ্গাসাগর যেমন তিন নদীর সংযোগস্থল ঠিক একই রকমভাবে হুগলির ত্রিবেণীও তিন নদীর সংযোগস্থল। সেই কারণেই ত্রিবেণীকে মুক্ত বেনিও বলা হয়। গঙ্গা-যমুনা-সরস্বতী এই তিন নদীর সম্মিলিত জল বয়ে চলে ত্রিবেণির গঙ্গার উপর দিয়ে। সেই কারণেই এই জায়গাকে পুণ্য তীর্থ বলে মনে করেন সাধু সন্তরা। সেই কারণেই মকর সংক্রান্তির দিনে লক্ষাধিক মানুষের ভিড়ে হুগলির ত্রিবেণী হয়ে উঠেছিল যেন মিনি গঙ্গাসাগর।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2024 7:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: হুগলিতেই রয়েছে মিনি গঙ্গাসাগর, জানেন কি? মকর সংক্রান্তির পুণ্য স্নানে লক্ষাধিক ভিড়

 
              