TRENDING:

Cooch Behar News: সাত বছর ধরে একনাগাড়ে করে চলেছেন...! বন্ধ করলেই চরম বিপদে পড়বেন হাজার হাজার মানুষ

Last Updated:

Cooch Behar News: মাত্র ৫ টাকা এবং ১০ টাকা মূল্যে এই দোকানে ডাল, ভাত এবং সবজি খেতে পারবেন যেকোনও মানুষ। তবে এই দোকান বহু দুস্থ ও গরিব মানুষদের দু'বেলা পেট ভরে খাওয়ার জায়গা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: জেলা কোচবিহারের নিউ কোচবিহার রেল স্টেশন সংলগ্ন এলাকা। দীর্ঘ সময় ধরে এখানে একেবারেই স্বল্প মূল্যের এক খাবারের দোকান বেশ অনেকটাই ভাইরাল হয়ে উঠেছে। তবে এই দোকান কিন্তু কোনও সরকারি প্রতিষ্ঠান কিংবা বেসরকারি উদ্যোগে তৈরি হয়নি। এই দোকান তৈরি করেছেন একজন ব্যক্তি সম্পূর্ণ নিজের উদ্যোগে। মাত্র ৫ টাকা এবং ১০ টাকা মূল্যে এই দোকানে ডাল, ভাত এবং সবজি খেতে পারবেন যে কোনও মানুষ। তবে এই দোকান বহু দুস্থ ও গরিব মানুষদের দু’বেলা পেট ভরে খাওয়ার জায়গা।
advertisement

সমাজসেবী ও এই দোকানের কর্ণধার দীপ্তেশ সেন জানান, “দীর্ঘ সাত বছর আগে সম্পূর্ণ নিজের উদ্যোগে তিনি এই গোটা কর্মকাণ্ড শুরু করেছিলেন। তারপর থেকে একের পর এক কেটে গিয়েছে অনেকটা সময়। তবে খাবারের মূল্য কিন্তু তিনি পরিবর্তন করেননি। আজও ৫ টাকা এবং ১০ টাকায় এই খাবার তিনি পরিবেশন করে আসছেন। আগামী দিনেও দাম এটাই রাখার সিদ্ধান্ত রয়েছে তাঁর। তবে এই কাজ করতে গিয়ে একাধিক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে তাঁকে। তবে তিনি ভেঙে পড়েননি। সমাজের দুস্থ এবং গরিব মানুষদের প্রতি কিছু করার ইচ্ছে থেকেই তিনি এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

advertisement

আরও পড়ুন-হাতে মাত্র ২ দিন…! বুধের রাজকীয় চালে কাঁপবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড! ‘গোল্ডেন টাইম’ শুরু ৩ রাশির, চাকরি-ব্যবসায় টাকার ফোয়ারা, লাগবে জ্যাকপট!

তিনি আরও জানান, “তাঁর নিজের একটি ছোট্ট স্টেশনারি দোকান রয়েছে। যা দিয়ে তাঁর সংসার চলে। সেখান থেকেই সামান্য করে কিছু টাকা দিয়ে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি। এই দোকান তিনি করছেন তাঁর বাড়ির সামনে। তবে দীর্ঘ সময়ে বহু দুস্থ ও গরিব মানুষের তিনি উপকার করতে পেরেছেন। এটাই তাঁর কাছে বড় প্রাপ্তি। আগামী দিনেও যাতে তিনি এভাবেই কাজ করে যেতে পারেন সেই প্রত্যাশা রাখছেন। যদিও মূল্যবৃদ্ধির এই বাজারে সবকিছুর দাম বেড়েই চলেছে। সেক্ষেত্রে আর্থিক সংস্থান এটি বড় চ্যালেঞ্জ তাঁর কাছে।”

advertisement

View More

আরও পড়ুন-অভাগা অভিনেত্রী…! বিয়ে করে ধর্ম পরিবর্তন, টেকেনি সংসার, ডিভোর্সের নরকযন্ত্রণায় অকালে জীবনটাই শেষ বিখ্যাত নায়িকার

সকাল থেকে বিকেল পর্যন্ত বহু মানুষ তাঁর এই দোকানে এসে পেট ভরে খেতে পারেন। এই ভালবাসা থেকেই তিনি এই দোকান আগামীদিনেও চালিয়ে যাবেন। বর্তমান সময়ে জেলা কোচবিহারের নিউ কোচবিহার রেলস্টেশন সংলগ্ন এলাকার এই দোকান বহু গরিব ও দুস্থ মানুষদের কাছে স্বর্গের মতন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: সাত বছর ধরে একনাগাড়ে করে চলেছেন...! বন্ধ করলেই চরম বিপদে পড়বেন হাজার হাজার মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল