আরও পড়ুন: দুর্গাপুরে রূপান্তরকামীদের ফ্যাশন শো, সুন্দরবন থেকেও এলেন প্রতিযোগী
দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়ে বন্দে ভারত এক্সপ্রেসের হাত ধরে। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই উপকৃত হয়েছেন। দার্জিলিং সহ উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রেও ব্যাপক প্রভাব ফেলেছে বন্দে ভারত এক্সপ্রেস। পর্যটকদের কাছে এখন প্রথম পছন্দের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। এক বছর পূর্ণ হওয়া উপলক্ষে এদিন ট্রেনের মধ্যেই কেক কাটা হয়। যাত্রী থেকে বন্দে ভারত এক্সপ্রেসের কর্মীরা ট্রেনের মধ্যেই কেক কেটে দিনটি উদযাপন করেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রেল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই ট্রেনটি ১০০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করছে। টিকিট বুকিং দ্রুত সম্পন্ন হয়। ট্রেনটি বোলপুর-শান্তিনিকেতন, মালদহ টাউন এবং বারসোই স্টেশনে স্টপেজ দেয়। পথের স্টেশনগুলির যাত্রীরাও দ্রুত রেল পরিবহণ সংযোগের মাধ্যমে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যোগদানকারী এই উচ্চ-গতির ট্রেনের দ্বারা উপকৃত হচ্ছে। এই হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের প্রথম বার্ষিকী চালানোর দিন যাত্রীদের বিশেষভাবে স্বাগত জানানো হয়। ট্রেনের মধ্যে এক বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হরষিত সিংহ