রাজবাড়িতে ঘুরতে আসা এক পর্যটক সুবর্ণা দাস জানান, রাজবাড়ির সামনে ড্রেনের নোংরা জল আটকে রয়েছে দীর্ঘ সময় ধরে। ওই জ্মা জল থেকে রীতিমত দুর্গন্ধ বেরোচ্ছে। পর্যটক ও সাধারন মানুষকে এই জল পেরিয়েই চলাচল করতে হচ্ছে। বৃষ্টি ক্রমাগত হয়েই চলেছে। আর বৃষ্টির ফলে জলের পরিমাণও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই এলাকায়। ফলে রাজবাড়িতে ঘুরতে আসা পর্যটকদের এবং রাস্তা দিয়ে চলাচল করা স্থানীয় বাসিন্দাদের প্রচুর অসুবিধা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি জেলায়, বাঁধহীন এলাকায় আতঙ্ক
রাজবাড়ির সামনের এক ব্যবসায়ী মোতিলাল সাহা জানান, জল জমে থাকার কারণে রাজবাড়িতে পর্যটকের আনাগোনা অনেকটাই কমেছে। বৃষ্টির কারণে এই অসুবিধায় হতাশ হয়ে পড়েছেন তাঁরা। এলাকায় জল নিকাশি ব্যবস্থার একেবারেই বেহাল দশার কারণে অসুবিধায় পড়ছেন বহু মানুষ। তবে গোটা বিষয় নিয়ে এখনও পর্যন্ত জেলা প্রশাসনের কোন প্রকার উদ্যোগ দেখা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দা পরিমল দে জানান, কোচবিহার পুরসভা জল জমার বিষয় নিয়ে একেবারেই উদাসীন। ফলে অসুবিধা চরমে উঠেছে।
গোটা বিষয় নিয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ দ্রুত গোটা বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়েছেন। তবে এই সমাধান কবে করা হবে সে বিষয় নিয়ে চিন্তায় পড়েছেন স্থানীয় মানুষেরা। কোচবিহারের ঐতিহ্য রাজবাড়িতে ঘুরতে আসা পর্যটকদের সামনে কোচবিহারের যে চিত্র ফুটে উঠছে তা একেবারেই কাম্য নয় বলে জানিয়েছেন বাসিন্দারা।
সার্থক পন্ডিত