সাইলেন্সার মডিফাই করার কারণে বিকট শব্দে অতিষ্ঠ হচ্ছেন সাধারণ মানুষ। সেই সমস্যা দূর করতেই ট্রাফিক পুলিশের কড়াকড়ি। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কোর্ট মাঠ সংলগ্ন ট্রাফিক গার্ডের অফিসের সামনে নাকা চেকিং শুরু হয়।
advertisement
সেখানে বাইকের গতি মাপার যন্ত্র বসানো হয়েছিল। অত্যাধিক গতিতে চলা বাইক, হেলমেট বিহীন বাইক আরোহী এবং বৈধ কাগজপত্র না থাকলে ওই সব গাড়ির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়। এরই মাঝে বিকট শব্দে ছোটা একটি বুলেট বাইক আটকে সেই বাইকের সাইলেন্সার খুলে দেয় ট্রাফিক পুলিশ।
আরও পড়ুনঃ দু-চার বিঘা নয়, ৮০ বিঘা খাস জমির পাট্টা নিয়ে কৃষক বিরোধ! কয়েক দশকের বিবাদ মেটাতে আসরে প্রশাসন
advertisement
এই ঘটনার পর বাইকের মালিক নিজের ভুল স্বীকার করেছেন। ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সেই মডিফাই সাইলেন্সার বাজেয়াপ্ত করে ফাইন করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Uttar Dinajpur,West Bengal
First Published :
December 05, 2025 5:08 PM IST
