আরও পড়ুনঃ বদলে গেল বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি! জেনে নিন টাইম টেবল
গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড: শান্তা ছেত্রী বলেন স্টক হোমের একটি বৈঠক থেকে ১৯৭২ সালে মোট ১৭টি বিষয়ের উপর টেকসই উন্নয়ন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পৃথিবীর কোথায় কীভাবে সেই কাজ হচ্ছে জানার কথা নয়। কিন্তু ভারতবর্ষের টেকসই উন্নয়ন নিয়ে আমাদের দেশের স্বার্থে এগিয়ে আসতে হবেই। ড: শান্তা ছেত্রী কালিয়াগঞ্জ কলেজের সার্বিক উন্নয়ন দেখে বলেন ‘কালিয়াগঞ্জ কলেজ দেখে মনে হবেই এটি একটি প্রকৃত পাঠ নেবার উপযুক্ত পরিবেশ তৈরি হয়ছে। যা দেখে আমি কেন সবাই মুগ্ধ হবে।’
advertisement
আরও পড়ুনঃ পরিস্রুত পানীয় জল পরিষেবা পৌঁছায়নি এলাকায়, বাধ্য হয়েই গ্রামবাসীরা পান করছেন...
কালিয়াগঞ্জ কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে, সি আর এস আই এর সহযোগিতায় এবং আই কিউ এসি ব্যবস্থাপনা একদিনের একটি আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: শান্তা ছেত্রী । সন্মেলনে স্বাগত ভাষণ দেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ড: পীযুষ কুমার দাস। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে ড: বিশ্বরূপ সরকার, অধ্যাপক শুভময় চৌধুরী। বক্তব্য রাখেন আমেরিকার ইয়র্ক বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড: জয়াশিশ দেব, অধ্যাপক বিশ্বজিৎ সিনহা, কনভেনর অধ্যাপক প্রণব ঘোষ এবং আমেরিকার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড: সুরঞ্জনা বোস। আন্তর্জাতিক সেমিনারের আলোচনার বিষয় ছিল "রিসেন্ট অ্যাডভান্সমেন্ট ইন কেমিক্যাল সায়েন্স টোয়ার্ডস স্যাস্টেনেবল ডেভলপমেন্ট"।
পিয়া গুপ্তা