আহত নাবালকের পরিবার সূত্রে জানা গিয়েছে, আহত ওই নাবালকের নাম আখতার আলী। বয়স ১৩ বছর। স্থানীয় একটি মাদ্রাসায় সে অষ্টম শ্রেণীতে পড়ে। বুধবার বাড়ির বাইরে খেলতে গিয়ে ওই গোলাকারবস্তুটি কুড়িয়ে নিয়ে আসে আখ্তার, পরবর্তী সময়ে কুড়িয়ে পাওয়া বস্তুটি বাড়িতে নিয়ে এসে ঘরে নাড়াচাড়া করতেই ঘটে বিস্ফোরণ।
আরও পড়ুন- ছেলেকে নিয়ে স্ত্রী পালিয়েছে প্রেমিকের সঙ্গে, স্বামীর অবস্থা দেখলে চমকে উঠতে হবে
advertisement
আরও পড়ুন- আগের রাতে দুর্যোগে বিদ্যুৎহীন এলাকা! কুপির আলোয় পড়ে উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিল পড়ুয়ারা
বিস্ফোরণের শব্দে আক্তারের মা ইউসুফা খাতুন ছুটে আসেন। তিনি দেখেন ছেলে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে আছে। তাকে তড়িঘড়ি রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে আনা হয়। মা ইউসুফা বলেন, প্রতিদিনের মতো আজও বাইরে খেলতে গিয়েছিল ছেলে, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া গোলাকার একটা বস্তু নিয়ে বাড়িতে আসে।ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও পুলিশে কোন অভিযোগ জানানো হয়নি।






