আর এই মিউজিয়াম দেখতে হলে আপনাকে চলে আসতে হবে উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় অবস্থিত সার্কিট হাউসের পাশে। কর্ণজোড়ায় অবস্থিত এই সংগ্রহশালায় মাত্র ১০ টাকার টিকিট কেটেই আপনি প্রবেশ করতে পারবেন। আর আপনি যদি ছাত্র হন, তাহলে ৫ টাকা দিয়ে টিকিট কেটেই ভিতরে প্রবেশ করতে পারবেন। তবে কোন কোন বার এই মিউজিয়াম খোলা থাকে? এই মিউজিয়াম বুধবার বাদে সোম থেকে রবি প্রতিদিন খোলা থাকে। মিউজিয়ামে প্রবেশের সময় হল প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা । তবে মঙ্গলবার দুপুর ২ টো পর্যন্ত এই মিউজিয়াম খোলা পাবেন।
advertisement
আরও পড়ুন : মেয়ের প্রেমিকের বিবাহিতা বোনকে গণধর্ষণের সময় মোবাইলে রেকর্ড! ‘প্রতিহিংসার প্রতিশোধ’ প্রেমিকার বাবার!
তাই আপনি যদি এই মিউজিয়ামে ঘুরতে আসেন তবে এই দুটো দিন বাদে যে কোনওদিনই আসতে পারেন। জেলার তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শুভদীপ দাস জানান, ‘‘প্রত্যেক জেলায় একটি করে ডিস্ট্রিক্ট মিউজিয়াম রয়েছে। জেলায় বিভিন্ন সময় পেয়ে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি এই জেলা মিউজিয়ামে স্থান পায়। মিউজিয়ামটি তথ্য-সংস্কৃতি দফতরের অধীনে থাকে। জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিকেরা মিউজিয়ামের দায়িত্বে থাকেন। সম্প্রতি ইসলামপুর থেকে পাল যুগের একটি মূর্তি পাওয়া যায়। পাল যুগের কষ্টিপাথরের তৈরি এই মূর্তিগুলো জেলা মিউজিয়ামে স্থান পায়। এই রকম বিভিন্ন সময় জেলায় পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি দেখতে আপনাকে চলে আসতে হবে ডিস্ট্রিক্ট এই মিউজিয়ামে।