কাঞ্চনজঙ্ঘা অঞ্চলে ঘুরতে এসে যদি কোনও পর্যটক সমস্যায় পড়েন, সরাসরি এই অ্যাসোসিয়েশনের কাছে সাহায্য চাইতে পারবেন। আবার কোথায় থাকবেন, কীভাবে ভ্রমণ করবেন, সেই পরিকল্পনাতেও সাহায্য করবে সংগঠনটি। অর্থাৎ, ভ্রমণকারীদের জন্য একেবারে পূর্ণাঙ্গ সাপোর্ট সিস্টেম গড়ে তুলতে চাইছে KRHTDA।
আরও পড়ুন: আনন্দ বাবুর বাড়িতে ‘নেমন্তন্ন’ খেয়ে নিরানন্দ! জীবন নিয়ে টানাটানি আমন্ত্রিতদের
advertisement
সংগঠনের লক্ষ্য শুধু পর্যটকদের সুবিধা নয়, বরং গোটা অঞ্চলের পর্যটন শিল্পের মানোন্নয়ন। আতিথেয়তা শিল্পকে এগিয়ে নেওয়া, পরিবেশবান্ধব পরিকাঠামো গড়ে তোলা, সামাজিক দায়বদ্ধতা রক্ষা এবং প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সঙ্গে মিলিতভাবে পর্যটন উন্নয়ন, এই সবই KRHTDA-র অঙ্গীকার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রথম সভাতেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল নির্বাহী কমিটি। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। এছাড়া ননি ধর, নন্দু সিংহ, হৃদয় গুপ্ত, অনুপ মিশ্র, আজিজুল রহমান, বিবেক বাইদ-সহ একাধিক উদ্যোক্তা দায়িত্ব নিয়েছেন বিভিন্ন পদে। ভুটান ও নেপালের পর্যটন প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে এই কমিটিতে।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও পর্যটন কেন্দ্র উন্নত হতে হলে তাকে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন ও সহমর্মিতাপূর্ণ হতে হবে। তাই এই সংগঠন স্থানীয় ও জাতীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে পরিকল্পনা, প্রশিক্ষণ এবং বাজার সংযোগের দিকেও নজর দেবে। প্রতিবছর অন্তত দুটি পর্যটন উৎসব আয়োজন বা সহায়তায়ও অঙ্গীকারবদ্ধ KRHTDA।
KRHTDA আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের ফলে কাঞ্চনজঙ্ঘা অঞ্চল আগামী দিনে হয়ে উঠবে একটি আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য। বিশেষজ্ঞদের মতে, এই নতুন উদ্যোগ উত্তরবঙ্গের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে নিঃসন্দেহে একটি নতুন দিগন্তের সূচনা।