TRENDING:

North Bengal News: হিউম পাইপ ব্রিজ নির্মাণ শেষ! শিলিগুড়ি থেকে মিরিক যোগাযোগে আর রইল না বাধা, ১৫ দিনেই ম্যাজিক দেখাল পূর্ত দফতর!

Last Updated:

North Bengal News: ফের ছুটবে গাড়ি! শিলিগুড়ি থেকে মিরিক যোগাযোগে আজ থেকে রইল না আর কোনও বাধা খুশি পর্যটন ব্যবসায়ী, গাড়ি চালকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: রবিবার রাতের দিকে একতরফা গাড়ি চালিয়ে মহড়া নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা। সোমবার থেকেই স্বাভাবিকভাবে যান-চলাচল শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি-হওয়া বালাসন নদীর উপর দুধিয়া ব্রিজের অস্থায়ী সেতুর উপর ফের ছুটবে গাড়ি। তবে এখনই পণ্যবাহী গাড়ি যাতায়াতের উপর রয়েছে কড়া নিষেধাজ্ঞা।
* শিলিগুড়ি থেকে মিরিক যোগাযোগে আজ থেকে রইল না আর কোনও বাধা
* শিলিগুড়ি থেকে মিরিক যোগাযোগে আজ থেকে রইল না আর কোনও বাধা
advertisement

গত ৪ অক্টোবর রাতভর ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল দুধিয়া সংলগ্ন বালাসন সেতুর তিন নম্বর পিলারটি, তার ফলে ব্যাহত হয়েছিল মিরিক-দার্জিলিং এবং শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ত দফতরের তরফে ৬ অক্টোবর লোহার সেতু নতুনভাবে হিউম পাইপ দিয়ে বিকল্প পথ তৈরি করা হয়। ১৫ দিনের মধ্যেই অস্থায়ী সেতু তৈরি করে ফেলে পূর্ত দফতর। দ্রুতগতিতে এই কাজ সম্পন্ন করা খুব একটা সহজ ছিল না। খারাপ আবহাওয়া, নদীর জলস্রোত সবই উপেক্ষা করে কাজ চলে। দুরন্ত গতিতে কাজ করে জেসিবি ও ক্রেনের সাহায্যে হিউম পাইপ দিয়ে দ্রুতগতিতে রাস্তা তৈরি করা হয়।

advertisement

আরও পড়ুন: ‘আপনি ঘুষ নিচ্ছিলেন তো…!’ বলেই TTE-র ভিডিও করতে শুরু করলেন যাত্রী, পরমুহূর্তেই যা ধরা পড়ল, পায়ের তলা থেকে মাটি সরল প্যাসেঞ্জারের!

রাজ্যের পুর্ত দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সম্পূর্ণ হল দুধিয়ায় বিকল্প হিউম পাইপ ব্রিজ নির্মাণ! আজ থেকে শুরু করে দেওয়া হবে স্বাভাবিক যান চলাচল ! ৪৬৮ মিটার দীর্ঘ এই সেতুতে রয়েছে ৭২ মিটার হিউম পাইপ কজওয়ে, যার প্রস্থ ৮ মিটার। ১২০০ মিমি ব্যাসের মোট ১৩২টি হিউম পাইপ ব্যবহার করে মাত্র ১৬ দিনে সম্পূর্ণ হয়েছে কাজ।

advertisement

আরও পড়ুন: প্রতি মাসে ১.৫ লাখের টার্নওভার…! কৃষিকাজ থেকে ব্যবসা শুরু করেই চমকে দিলেন গরীব চাষি! কী এমন করলেন জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
বন্যার কবল থেকে রক্ষা পেতে শুরু হয়েছিল পুজো, পূর্ব মেদিনীপুরের গ্রামে আজও অকালেই কালীপুজো
আরও দেখুন

১৯৬৫ সালে নির্মিত পুরনো সেতুটি দুর্বল হয়ে পড়ায় রাজ্য সরকার ইতিমধ্যেই ₹৫৪ কোটি টাকায় নতুন সেতু নির্মাণের কাজ শুরু।বর্তমানে পাহাড়মুখী হতে শুরু করেছেন পর্যটকরা। শীতের বুকিং বাড়ছে৷ পাশাপাশি মিরিক, সুখিয়াপোখরি, তাবাকোশি, বিজনবাড়ির একাধিক জায়গাতেও পুনরায় বুকিং নেওয়া শুরু হচ্ছে৷ এই অবস্থায় এই রাস্তা খুলে দেওয়ায় খুশি সকলেই। প্রাকৃতিক দূর্যোগে পাহাড়ে যা ক্ষতি হয়েছে, সেই ক্ষতি মেটানোর রাস্তা হল, পর্যটন অর্থনীতি আরও চাঙ্গা করা। সেই ক্ষেত্রে এই রাস্তা পর্যটন অর্থনীতির পথ সুগম করবে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal News: হিউম পাইপ ব্রিজ নির্মাণ শেষ! শিলিগুড়ি থেকে মিরিক যোগাযোগে আর রইল না বাধা, ১৫ দিনেই ম্যাজিক দেখাল পূর্ত দফতর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল