এরপর থেকে আর নয়, কড়া ভাবে এই বিষয়টি দেখবে মেডিক্যাল কর্তৃপক্ষ। বুলডোজার দিয়ে দোকান ভাঙার পাশাপাশি দেওয়া হল কড়া হুঁশিয়ারি। এখন থেকে প্রতিনিয়ত উত্তরবঙ্গ মেডিক্যাল চত্বরে চলবে এই অভিযান। মেডিক্যাল কর্তৃপক্ষ এবং মেডিক্যাল ফারির পুলিশ যৌথভাবে এই অভিযান চালাবে। এর আগেও একাধিক বার মেডিক্যাল চত্বরে গুটখা, পান, বিড়ি, সিগারেট বিক্রির অভিযোগ উঠেছিল, সেই সময়ও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে দিন যেতেই ফের বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা মেডিক্যাল চত্বরেই এই নেশা জাতীয় দ্রব্য বিক্রি করছিল। সেই সমস্ত দোকানও অবশেষে মেডিক্যাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তুলে ফেলা হয়।
advertisement
আরও পড়ুন: দার্জিলিংয়ে সবার পছন্দ এই একটি জায়গা, কনকনে ঠাণ্ডায় এখন চলছে দেদার সেলফি, রিলস
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সুপারইনটেনডেন্ট সুদীপ্ত মণ্ডল জানান, “উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় একটি সরকারি হাসপাতাল হল এই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। সেই অর্থে প্রতিনিয়ত প্রচুর রোগী এবং তার পরিবার এখানে আসেন এবং দিনের পর দিন নতুন নতুন গজিয়ে ওঠা এই অবৈধ দোকানগুলি সমস্যার কারণ হয়ে উঠেছে। এর কারণে নোংরার জঞ্জালের স্তুপে পরিণত হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সেই অর্থেই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারপরেই পুলিশকে সাথে নিয়ে এই অভিযান। সাধারণত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং রোগীদের সুবিধার্থে এই অভিযান চলবে।”
মেডিকেলের ভেতরে আর কোন অবৈধ দোকান নয়, এবার জঞ্জাল মুক্ত হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই বিভিন্ন অবৈধ দোকানগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মেডিক্যাল কর্তৃপক্ষ বুলডোজার দিয়ে তুলে ফেলা হচ্ছে অবৈধ দোকানগুলি।
সুজয় ঘোষ