TRENDING:

Farakka New Bridge: আর জ্যামে ফাঁসা নয়, এবার স্যাট করে যাওয়া যাবে কলকাতা-শিলিগুড়ি! খুলতে চলেছে ৫২১ কোটি টাকার নতুন সেতু

Last Updated:

উত্তরবঙ্গ থেকে এবার আরও কাছে হল কলকাতা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: থাকতে হবে না আর ঘন্টার পর ঘন্টা জ্যামে। শিলিগুড়ি হোক বা কলকাতা, নিশ্চিন্তে দ্রুততার সঙ্গে পৌঁছাবেন গন্তব্যে। ভাবতে হবে না আর সময়ের কথা। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবেন শিলিগুড়ি বা কলকাতা। এবার কলকাতা থেকে দূরত্ব কমতে চলেছে উত্তরবঙ্গের। কলকাতা-শিলিগুড়ি ১২ নম্বর জাতীয় সড়ক উপর নবনির্মিত ফারাক্কা নিউ ব্রিজ চালু হতে চলেছে শীঘ্রই।
advertisement

মালদহের বৈষ্ণবনগর এলাকার এক বাসিন্দা সুজয় হালদার জানান, “পুরনো ফারাক্কা ব্যারেজে দীর্ঘ সময় ধরে জ্যামে দাঁড়িয়ে থাকতে হত। অনেক ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা সময় লাগত ব্রিজ পারাপার হতে। এখন এই নতুন বাইপাস ব্রিজ হওয়ার পর অনেক কম সময় লাগবে। মাত্র দুই মিনিটে নদী পার করে মালদহ থেকে ফারাক্কায় যাওয়া যাবে। এই নতুন ব্রিজ হওয়ার পর জ্যাম থাকবে না আর। কলকাতা যেতেও আগে থেকে প্রায় ঘন্টাখানেক সময় কম লাগবে।”

advertisement

আরও পড়ুন: পদ পেয়েও ভোলেন নি পুরাতনকে! তিন তিনবারের পুরপ্রধান হয়েও কাপড় বেচে সংসার চালাচ্ছেন এই রাজনীতিক

এ বিষয়ে নিউ ফারাক্কা ব্রিজ প্রজেক্ট ম্যানেজার পি. ভেনকাটা স্বামী জানান, “নিউ ফারাক্কা ব্রিজে আসা যাওয়ার ক্ষেত্রে দুই লাইন সড়ক তৈরি করা হয়েছে। ব্রিজ তৈরি হওয়ার ফলে কলকাতা-শিলিগুড়ি যাওয়ার ক্ষেত্রে সময় বাঁচবে। যার ফলে অনেক সুবিধা হবে বঙ্গবাসীদের। তবে বর্তমানে পুরনো ব্যারেজের জ্যাম এড়ানোর জন্য সামনে মাস থেকেই একটি লাইন খোলা হবে। আশা করা হচ্ছে এই বছরের শেষের দিকে এই নিউ ফারাক্কা ব্রিজের কাজ সম্পন্ন হবে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ইতিমধ্যে ৮৪ খানা পিলার সংযুক্তিকরণ সম্পন্ন করে পিচ ঢালাই রাস্তার কাজ প্রায় শেষের দিকে। শুধুমাত্র স্ট্রীট লাইট এবং আধুনিক সৌন্দর্যকরণ করার কাজ বাকি। কেন্দ্র সরকারের প্রায় ৫২১ কোটি টাকা ব্যয়ে জাতীয় সড়কের উপর গঙ্গা পারের এই নতুন বাইপাস ব্রিজ তৈরি করা হচ্ছে। এই বছরের শেষে কাজ সম্পন্ন হ‌ওয়ার কথা। তবে সামনে জুলাই মাস থেকেই একটি লাইন চালু করার কথা জানিয়েছে নিউ ফারাক্কা ব্রিজ প্রজেক্ট কর্তৃপক্ষ। এর ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

জিএম মোমিন

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Farakka New Bridge: আর জ্যামে ফাঁসা নয়, এবার স্যাট করে যাওয়া যাবে কলকাতা-শিলিগুড়ি! খুলতে চলেছে ৫২১ কোটি টাকার নতুন সেতু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল