TRENDING:

Jalpaiguri News: ভাসছে উত্তরবঙ্গ... তার মাঝেই দুলে দুলে যাচ্ছে ও কে? সবুজ রঙের বিরল প্রাণী দেখে হতবাক সবাই

Last Updated:

অবিরাম ভারী বৃষ্টির জেরে যেখানে উত্তরবঙ্গের জনজীবন বিপর্যস্ত, পাহাড় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, সেখানে সমতলের ছোট্ট অদ্ভুত দেখতে এই কচ্ছপের দেখা পেয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির পান্ডাপাড়া এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: বিপর্যস্ত জনজীবনের মাঝে এ যেন এক বিরল দৃশ্য। জল পেরিয়ে দুলে দুলে হেঁটে বেড়াচ্ছে বিরল প্রজাতির কচ্ছপ। গায়ের রঙ এক্কেবারে টকটকে সবুজ দাগ যুক্ত। উত্তরবঙ্গে এই প্রজাতির কচ্ছপ আগে কখনও দেখা মেলে নি। ছোট্ট এই বিরল প্রজাতির কচ্ছপের কীর্তি দেখে খানিক হলেও মুখে হাসি দেখা গেল জলপাইগুড়িবাসীর।
advertisement

অবিরাম ভারী বৃষ্টির জেরে যেখানে উত্তরবঙ্গের জনজীবন বিপর্যস্ত, পাহাড় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, সেখানে সমতলের ছোট্ট অদ্ভুত দেখতে এই কচ্ছপের দেখা পেয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির পান্ডাপাড়া এলাকায়।

জানা গিয়েছে, এদিন ভোরে জলপাইগুড়ি পান্ডাপাড়া জগন্নাথ কলোনী এলাকার বাসিন্দা রবি হাজরা রাস্তায় হাঁটতে গিয়ে একটি কচ্ছপ দেখতে পান। কচ্ছপটিকে উদ্ধার করে বাড়িতে রেখে তিনি তৎক্ষণাৎ খবর দেন জলপাইগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনে। সদস্যরা এসে বিরল প্রজাতির এই কচ্ছপটিকে সংগ্রহ করে বনদফতরের সঙ্গে যোগাযোগ করে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ইতিমধ্যেই সেটিকে জলপাইগুড়ির রাজবাড়ির পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।

advertisement

অবিরাম বৃষ্টির কারণে জল জমেছে শহরের বিভিন্ন এলাকায়। তার জেরে এই বিরল প্রজাতির কচ্ছপটি কোনওভাবে পান্ডা পাড়া এলাকায় চলে এসেছে বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই টকটকে সবুজ দাগযুক্ত এই কচ্ছপ দেখতে ভিড় জমে গিয়েছিল এলাকা জুড়ে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উল্লেখ্য, তীব্র গরম থেকে স্বস্তি পেয়েছে উত্তরবঙ্গবাসী। বৃষ্টিতে স্বস্তি হলেও কপালে চিন্তার ভাঁজ পড়েছে তিস্তার পাড়ের বাসিন্দাদের। এ দিকে ক্রমাগত নজরদারি চালাচ্ছে প্রশাসন। প্রশাসনের তরফে যথেষ্ট সাহায্য করা হচ্ছে তিস্তা বাড়ির বাসিন্দাদের। কবে আবহাওয়ার উন্নতি হয় সেদিকেই তাকিয়ে শহরবাসী।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: ভাসছে উত্তরবঙ্গ... তার মাঝেই দুলে দুলে যাচ্ছে ও কে? সবুজ রঙের বিরল প্রাণী দেখে হতবাক সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল