TRENDING:

Temple: ধ্বংসস্তূপের মাঝেও অক্ষত দুটি মন্দির! জলঢাকার বন্যায় অবিশ্বাস্য দৃশ্য হোগলাপাতায়

Last Updated:

জলঢাকা নদীর বাঁধ ভেঙে বিপর্যস্ত ডুয়ার্সের হোগলাপাতা গ্রাম। চারিদিকে ধ্বংসস্তূপ, ভিটেমাটি হারানো মানুষ। তবে বিস্ময়—ধ্বংসের মাঝেও অক্ষত রইল দুটি ছোট্ট মন্দির!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ধ্বংসস্তূপের মাঝেও অক্ষত দুটি মন্দির! এ কি কোনও অলৌকিক ঘটনা? বিস্ময়ে গ্রামবাসী! প্রবল জলোচ্ছ্বাসে জলঢাকা নদীর বাঁধ ভেঙে বিপর্যস্ত ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। ধূপগুড়ির গধেয়ায়কুঠী গ্রাম পঞ্চায়েতের হোগলাপাতা গ্রাম যেন এখন এক মৃত্যুপুরী। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, ভিটেমাটি হারানো মানুষের দীর্ঘশ্বাস। কিন্তু সেই ধ্বংসের মাঝেই এক আশ্চর্য দৃশ্য-অক্ষত দুটি ছোট্ট মন্দির।
advertisement

স্থানীয় কমল রায়ের বাড়ি ছিল সেই বাঁধ ভাঙা স্থানের কয়েক মিটার দূরে। এখন সেখানে শুধু বালি আর পলির স্তূপ। ঘরবাড়ি ভেসে গিয়েছে। পরিবার আশ্রয় নিয়েছে ত্রিপলের নিচে। কিন্তু অবিশ্বাস্যভাবে, তাদের ঠাকুরঘরের দুটি মন্দির ,একটি টিনের ছাউনি আর অর্ধেক দেয়ালের নির্মাণ—এখনও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে।

আরও পড়ুন: বাবা তৃতীয় শ্রেণি পাস, মা পড়েছেন ক্লাস সেভেন পর্যন্ত …কন‍্যা ক্লাস ইলেভেনেই ফেল! তারপর কীভাবে হলেন ‘ডেপুটি কালেক্টর’? সিনেমার গল্পও হার মানবে

advertisement

প্রবল স্রোত মন্দিরের পাশ দিয়ে বয়ে গেলেও কাঠামোর কিছুই ভাঙেনি। নিচের অংশে ক্ষতি হয়েছে, কিন্তু মূল গঠন অক্ষত। আশপাশের পাকা বাড়ি মাটির সঙ্গে মিশে গেলেও এই দুটি ছোট্ট মন্দির এখনও স্থির…যেন ঈশ্বরের অলৌকিক আশীর্বাদ।বন্যা দেখতে আসা মানুষজনের মুখে তাই একটাই কথা ভগবান নিজেই রক্ষা করেছেন নিজের বাড়িকে।”

View More

আরও পড়ুন: দুর্গাপুরে ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে নয়া মোড়! ‘এখানেই লুকিয়ে থাকতে পারে গোপন সূত্র’, ২ ধৃতকে কোথায় নিয়ে গেল পুলিশ?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

অনেকেই বলছেন, এই ঘটনাই তাদের মনোবল ফিরিয়ে দিয়েছে, বিশ্বাস জাগিয়েছে যে ধ্বংসের মধ্যেও আশা টিকে থাকে। তবে মানবিক বাস্তবতা ভয়াবহ। শত শত মানুষ গৃহহারা, খাদ্য ও পানীয় জলের সংকটে ভুগছেন। দুর্গতদের একটাই দাবি- জলঢাকার বাঁধ দ্রুত মেরামত হোক, তারা যেন ফিরে পায় নিজের ভিটেমাটি। প্রশাসন আশ্বাস দিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Temple: ধ্বংসস্তূপের মাঝেও অক্ষত দুটি মন্দির! জলঢাকার বন্যায় অবিশ্বাস্য দৃশ্য হোগলাপাতায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল