পুলিশের তদন্তে সন্তুষ্ট না হয়ে মঙ্গলবার দলবেঁধে মালদহের পুলিশ সুপারের দ্বারস্থ হলেন প্রতারিতরা। এই ঘটনায় পুলিশি তদন্তে যেন কোন গাফিলতি না থাকে তা নিশ্চিত করতেই পুলিশ সুপারের অফিসে দেখা করে আবেদন জানান তাঁরা।
advertisement
আইনজীবী গণেশ সোদানি জানান, গ্রামের সাধারণ মানুষকে সহজ কিস্তিতে বাড়িঘর বানিয়ে দেওয়ার নাম করে একটি কোম্পানি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দিয়েছে। শুধু মালদহ জেলাতেই অন্তত ২০-৩০ লক্ষ টাকার প্রতারণা হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও আশেপাশের কয়েকটি রাজ্য থেকে একইভাবে প্রতারণার খবর মিলছে। পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ড মিলিয়ে প্রায় ৪-৫ কোটি টাকার প্রতারণার খবর মিলেছে।
প্রতারিতরা জানান, বাড়ি তৈরির মূল খরচের ২৫ শতাংশ অগ্রিম হিসাবে নিয়ে বাড়ি তৈরি শুরু করে ওই সংস্থা। এলাকার কয়েকজনের বাড়ি তৈরি শুরু হওয়ায় আশ্বস্ত হন আরও অনেকে। ফাঁদে পা দিয়ে টাকা বিনিয়োগ করেন তাঁরাও। এরপর হঠাৎ করেই একদিন উধাও হয়ে যায় ওই কোম্পানি। টাকা ফেরত চাইতে যোগাযোগ করলে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি প্রতারিতদের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।