এই প্রথম নয়! এর আগেও বন্যা কবলিত উত্তরবঙ্গের মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেব। আড়াই হাজার প্যাকেট ত্রাণে থাকবে চাল,তেল, বিষ্কুট থেকে শুরু করে নানা শুকনো খাদ্যসামগ্রী। আপাতত চলছে ত্রাণের প্যাকেট প্রস্তুত করা।
উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। বিগত কয়েকদিনে এই অঞ্চলে স্বাভাবিকের তুলনায় তিনগুণ বেশি বৃষ্টি হয়েছে, ফলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ও ভূমিধস। জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, তীরবর্তী এলাকাগুলি প্লাবিত। পাহাড়ি এলাকায় ধস নেমেছে, ভেঙে গিয়েছে সেতু-রাস্তা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি, পাহাড়ি নদীর হঠাৎ জলস্ফীতি এবং বনাঞ্চল ধ্বংস এই বিপর্যয়ের জন্য দায়ী। রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সংস্থাগুলি উদ্ধারকাজে নেমেছে। NDRF এবং SDRF-এর দল ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে গিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।
advertisement
দেবের এই মানবিক উদ্যোগে খুশি সাধারণ মানুষ। তাঁরা বলছেন, ”দেব শুধু সিনেমার নায়ক নন, বাস্তবেরও নায়ক।”