TRENDING:

NH10 Collapsed: সিকিমের লাইফলাইন ফের একবার বিধ্বস্ত, জাতীয় সড়কের ওপর ফের ধস, কোন এলাকা হল সবচেয়ে ক্ষতিগ্রস্ত

Last Updated:

NH10 Collapsed: আবারও ধসে বিপর্যস্ত এনএইচ-১০, লিখুভিরে থমকে যাত্রী চলাচল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিকিম: টানা রাতভর প্রবল বর্ষণের জেরে শুক্রবার ভোরে লিখুভির এলাকায় নতুন করে ধস নামে। ফলে ফের বন্ধ হয়ে গেল সিকিমের লাইফলাইন বলে পরিচিত জাতীয় সড়ক-১০, যা রাজ্যকে সমতলের সঙ্গে যুক্ত রাখার একমাত্র প্রধান সড়ক। ধসের ফলে বিপুল পরিমাণ মাটি, পাথর ও গাছপালা রাস্তার উপর এসে পড়ায় গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে সকাল থেকেই বহু গাড়ি মাঝপথে আটকে পড়ে এবং যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি শুরু হয়।
এনএইচ-১০ ধসে অচল যাতায়াত!
এনএইচ-১০ ধসে অচল যাতায়াত!
advertisement

প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ জারি করা হয়েছে। যাত্রী ও গাড়িচালকদের বিকল্প রুট ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে, যাতে দীর্ঘ সময় যানজটে আটকে না পড়তে হয়। পুলিশ ও ট্রাফিক বিভাগের টিম বিকল্প রাস্তায় যানবাহন ঘুরিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে।

আরও পড়ুন – Police Constable Under Scanner: স্ক্যানারের নিচে কলকাতা পুলিশের ‘এই’ কনস্টেবল, কী কান্ড ঘটেছে দেখতে লালবাজার

advertisement

বৃষ্টি থামলেই ধস সরানোর কাজ শুরু হবে বলে জানা গেছে। তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং সড়ক কবে খুলবে সে বিষয়ে কোনও সরকারি সময়সীমা ঘোষণা করা হয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্ষার সময় এই এলাকায় ধসের ঘটনা প্রায়শই ঘটে, ফলে বছরের এই সময়ে যাতায়াতের অসুবিধা নিয়মিত সমস্যা হয়ে দাঁড়ায়।

View More

এনএইচ-১০ বন্ধ থাকায় সিকিমের সঙ্গে উত্তরবঙ্গের পণ্যবাহী ও পর্যটক পরিবহনও কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। ফলে স্থানীয় ব্যবসা, পর্যটন এবং দৈনন্দিন সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়তে শুরু করেছে। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং আবহাওয়া স্বাভাবিক হলেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু করার আশ্বাস দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Rittik Bhattacharya

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
NH10 Collapsed: সিকিমের লাইফলাইন ফের একবার বিধ্বস্ত, জাতীয় সড়কের ওপর ফের ধস, কোন এলাকা হল সবচেয়ে ক্ষতিগ্রস্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল