TRENDING:

Newborn Baby: প্রসব-যন্ত্রণার পরেও ফিরিয়ে দিল হাসপাতাল! সদ্যোজাতের মৃত্যু বাড়িতেই, মারাত্মক অভিযোগ

Last Updated:

Newborn Baby: প্রসবযন্ত্রণা নিয়ে ভর্তির পরেও মহিলাকে ফেরাল হাসপাতাল। এরপরে বাড়িতেই সন্তান প্রসব। হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু নবজাতকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তির পরেও মহিলাকে ফেরাল হাসপাতাল। এরপরে বাড়িতেই সন্তান প্রসব। হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হল নবজাতকের।
প্রতিকী ছবি
প্রতিকী ছবি
advertisement

মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ফের একবার প্রশ্নের মুখে চিকিৎসা পরিকাঠামো। ক্ষোভে ফেটে পড়েছেন প্রসূতির পরিবার।

সূত্রের খবর, তপন ব্লকের কাশমুলাই গ্রামের বাসিন্দা পেশায় কৃষক মানব বর্মণের স্ত্রী রত্না বর্মণ প্রসব যন্ত্রণা নিয়ে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, চিকিৎসক রোগীর আত্মীয়দের জানান, এটা প্রসূতির ফলস পেইন। সন্তান প্রসব হতে এখনও দেরি আছে। এরপরেই প্রসূতি রত্না দেবীকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেন চিকিৎসক এবং দশ দিন পর আসার পরামর্শ দেন। তবে এর মাঝেই ঘটে যায় বড়সড় বিপত্তি।

advertisement

আরও পড়ুন: আপনার শরীরে ভিটামিন ডি-র অভাব হলে প্রথম কোন লক্ষণে বুঝবেন? উত্তর আপনার পায়ে! বড় ক্ষতির আগে অবশ্যই জানুন

View More

পরদিন সকালে বাড়িতেই প্রসব করেন ওই মহিলা। প্রথমে নবজাতককে স্বাভাবিক বলে মনে হলেও, পরে শিশুটির শারীরিক অবনতি হতে দেখা যায়। এরপর তড়িঘড়ি পরিবারের লোকজন মা ও সদ্যোজাত শিশুকে নিয়ে দ্রুত বালুরঘাট জেলা হাসপাতালে পৌঁছলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে মৃত শিশুটির মা রত্না বর্মণ সুপার স্পেশ্যালিটি হাসপাতালেই চিকিৎসাধীন।

advertisement

আরও পড়ুন: এই মহিলাকে চেনেন? আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পিছনে নাকি তাঁর প্রেমিকের হাত রয়েছে! ধরা পড়লেন একটি ভুলে

এবিষয়ে মৃত শিশুর বাবা মানব বর্মণ জানান, “হাসপাতাল যদি ফিরিয়ে না দিত তাহলে এমন ঘটনা ঘটত না। তাঁর সদ্যোজাত সন্তানের মৃত্যুর জন্য দায়ী চিকিৎসক। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।” এ বিষয়ে জেলা মুখ্যস্বাস্থ্য অধিকারিক সুদীপ্ত দাস জানান, “বিষয়টি তদন্ত করে দেখা হবে। দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” ফের একবার প্রশ্নের মুখে সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Newborn Baby: প্রসব-যন্ত্রণার পরেও ফিরিয়ে দিল হাসপাতাল! সদ্যোজাতের মৃত্যু বাড়িতেই, মারাত্মক অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল