বাজারে গেলেই চোখে পড়ে রাস্তার দু’ধার জুড়ে বসেছে নানা পিচকারীর সম্ভার। সেইসব পিচকারি পরখ করে তা নিজেদের কালেকশনে নিতে ব্যস্ত কচিকাঁচা এবং তাদের অভিভাবকেরা। কেমন এই মিউজিক মেশিন গান পিচকারি? এই পিচকারির বৈশিষ্ট্য হল সেটাতে রঙ ভরলেই শুরু হয়ে যাবে হোলির গান। এগুলোর দাম দুশো টাকা। রঙে ভেজানোর পাশাপাশি হোলির মজাদার গান। পিচকারিতেই এমন অভিনব বৈশিষ্ট্য পেয়ে বেজায় খুশি ক্ষুদেরা।
advertisement
আরও পড়ুন:ইউটিউব থেকেই উপার্জন! প্রত্যন্ত গ্রামের এই তরুণের সাফল্যের কারণ জানেন…অনুপ্রাণিত করবে সকলকেই
ট্যাঙ্কার পিচকারির বৈশিষ্ট্য হল পিচকারির পিঠে একটি ট্যাঙ্কের মধ্যে থাকবে বানানো জল রং। আর একবারে একজন নয়, বরং অনেক মানুষকে ভেজানো যাবে। বারংবার বালতি থেকে পিচকারিতে রং ভরার ঝামেলাও নেই। এছাড়াও রয়েছে কার্টুন চরিত্রের আকারে এবং স্টিকার লাগানো নানান ধরনের পিচকারি। এগুলোর দাম প্রায় দু’শো টাকার আশেপাশে। এছাড়াও মাত্র পনেরো টাকা থেকে শুরু হচ্ছে বন্দুক পিচকারীর মতো অন্যান্য নানা পিচকারি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুরজিৎ দে