TRENDING:

Jalpaiguri News: পিচকারি দিয়ে রঙ ছুড়লেই বেজে উঠছে হোলির গান! এবার দোলে ব্যাপক ট্রেন্ডিং! জানুন দাম

Last Updated:

এবার দোলে ব্যাপক ট্রেন্ডিং হোলির গানসহ পিচকারি। রঙ ছুড়লেই বাজবে গান। ছোটদের বিরাট আকর্ষণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: দোলে এবার ক্ষুদেদের জন্য নয়া চমক জলপাইগুড়ির বাজারে। বাজারে উঠেছে রঙ খেলার নয়া মেশিন। রঙ দিলেই বাজবে গান! কিংবা, রঙ জল জমবে ট্যাঙ্কারে আর তার পরেই “হোলি হ্যায়”। জানতে ইচ্ছে করছে,কি এই মিউজিক মেশিন? বা ট্যাঙ্কার? দোল মানেই পিচকারির আধিপত্য। আর বাজারে সেই পিচকারিই বিকোচ্ছে রকমারি ডিজাইনের। যা দেখে ক্ষুদেদের মুখে ফুটছে হাসি খিলখিলিয়ে। বাজারে এসেছে নানা ধরনের রঙের সঙ্গে এবার রমরমা ট্যাঙ্কার পিচকারি, মিউজিক মেশিন গান পিচকারি সহ আধুনিক সমস্ত পিচকারি।
advertisement

বাজারে গেলেই চোখে পড়ে রাস্তার দু’ধার জুড়ে বসেছে নানা পিচকারীর সম্ভার। সেইসব পিচকারি পরখ করে তা নিজেদের কালেকশনে নিতে ব্যস্ত কচিকাঁচা এবং তাদের অভিভাবকেরা। কেমন এই মিউজিক মেশিন গান পিচকারি? এই পিচকারির বৈশিষ্ট্য হল সেটাতে রঙ ভরলেই শুরু হয়ে যাবে হোলির গান। এগুলোর দাম দুশো টাকা। রঙে ভেজানোর পাশাপাশি হোলির মজাদার গান। পিচকারিতেই এমন অভিনব বৈশিষ্ট্য পেয়ে বেজায় খুশি ক্ষুদেরা।

advertisement

আরও পড়ুন:ইউটিউব থেকেই উপার্জন! প্রত্যন্ত গ্রামের এই তরুণের সাফল্যের কারণ জানেন…অনুপ্রাণিত করবে সকলকেই

ট্যাঙ্কার পিচকারির বৈশিষ্ট্য হল পিচকারির পিঠে একটি ট্যাঙ্কের মধ্যে থাকবে বানানো জল রং। আর একবারে একজন নয়, বরং অনেক মানুষকে ভেজানো যাবে। বারংবার বালতি থেকে পিচকারিতে রং ভরার ঝামেলাও নেই। এছাড়াও রয়েছে কার্টুন চরিত্রের আকারে এবং স্টিকার লাগানো নানান ধরনের পিচকারি। এগুলোর দাম প্রায় দু’শো টাকার আশেপাশে। এছাড়াও মাত্র পনেরো টাকা থেকে শুরু হচ্ছে বন্দুক পিচকারীর মতো অন্যান্য নানা পিচকারি।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: পিচকারি দিয়ে রঙ ছুড়লেই বেজে উঠছে হোলির গান! এবার দোলে ব্যাপক ট্রেন্ডিং! জানুন দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল