Jalpaiguri News: ইউটিউব থেকেই উপার্জন! প্রত্যন্ত গ্রামের এই তরুণের সাফল্যের কারণ জানেন...অনুপ্রাণিত করবে সকলকেই

Last Updated:

ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত কুকুরজান অঞ্চল! সেখানকারই কান্তিপাড়ায় এক কৃষি পরিবারের ছেলে বিপুল বর্মণ৷ সেই ছেলের এমন সম্মান প্রাপ্তিতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে এলাকাজুড়ে। তা-ও আবার নাচ, গান, মজার চটুল রিল নয়, তাঁর কন্টেট শিক্ষণীয়৷

+
title=

জলপাইগুড়ি: গ্রামবাংলার ‘সবুজ’ই এখন নয়া উপায়ে অর্থ উপার্জনের দিশা দেখাচ্ছে এই যুবককে। তাও আবার ডিজিটাল মাধ্যমে। একদিকে সবুজ, অন্যদিকে ডিজিটাল! প্রত্যন্ত গ্রামে থেকেও ইউটিউবে বাজিমাত করেছেন এই যুবক। মাত্র দু’বছরের মধ্যেই দু’লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার। ইউটিউবের তরফ থেকে পেলেন সিলভার প্লে বাটনও। কী এমন রয়েছে তাঁর কন্টেন্টে? জানেন?
ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত কুকুরজান অঞ্চল! সেখানকারই কান্তিপাড়ায় এক কৃষি পরিবারের ছেলে বিপুল বর্মণ৷ সেই ছেলের এমন সম্মান প্রাপ্তিতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে এলাকাজুড়ে। তা-ও আবার নাচ, গান, মজার চটুল রিল নয়, বিপুলের কন্টেট কিন্তু দুর্দান্ত শিক্ষণীয়৷ এর থেকে উপকার পাবেন অনেকেই।
কৃষিভিত্তিক ভিডিও বানিয়ে ইউটিউবে নেটিজেনদের মন জয় করেছেন রাজগঞ্জের এই যুবক। বিপুলের ভিডিও দেখে আপনিও সহজেই আধুনিক কৃষিজ যন্ত্রের ব্যবহার সম্পর্কে সহজেই জানতে পারবেন৷ জানতে পারবেন, কীভাবে সহজ পদ্ধতিতে কৃষিকাজ করবেন। বিপুলের ইউটিউব চ্যানেল ‘বিপুল বর্মণ বাংলা এক্সক্লুসিভ’ সহজেই হয়ে উঠবে আপনার কৃষিকাজের সবুজ সহায়।
advertisement
advertisement
আরও পড়ুন: হঠাৎ সামনে বিষাক্ত সাপ এসে গেলে কী করবেন? বিশেষজ্ঞেরা জানালেন গুরুত্বপূর্ণ ৫টি জিনিস…জেনে রাখা অত্যন্ত জরুরি
ইউটিউব এখন অনেকেরই পেশা হয়ে দাঁড়িয়েছে৷ কিন্তু সেখানে খুব কমই শিক্ষনীয় কন্টেন্ট ভাইরাল হয়। বিপুলের পরিশ্রম এক্ষেত্রে সফল হয়েছে৷ গ্রামে থেকেও কৃষিসংক্রান্ত শিক্ষণীয় ভিডিও বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
মূলত, গৃহশিক্ষকতার কাজ করে থাকেন বিপুল। মাস্টারমশাইয়ের এমন সাফল্যে আলোড়ন পড়ে গিয়েছে তাঁর কোচিং সেন্টারের পড়ুয়াদের মধ্যেও। যদিও গুছিয়ে ভিডিও তৈরি করা এখনও শুরু করেনি বিপুল। টিউশনি পড়িয়ে, বাড়ির কাজকর্ম সেরে সেটুকু সময় মিলেছে, সেটাই ব্যয় করেছে ইউটিউবে। দীর্ঘ ভিডিওতে বিশেষ ভিউ না পেলেও শর্ট ভিডিও কোটি কোটি ভিউস এনে দিয়েছে বিপুলকে।
advertisement
সেই শর্ট ভিডিওগুলি ছিল মূলত কৃষিজ যন্ত্র নিয়ে। ২০২১ সাল থেকে ইউটিউব চ্যানেল শুরু করলেও ২০২৩-র শেষ দিকে হঠাৎ করেই একলাফে কয়েকগুণ ভিউ বেড়ে যায়। ফলে সাবস্ক্রা‌ইবার জুটে যায় একধাক্কায়। বিপুলের বেশিরভাগ দর্শকই ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের।
আরও পড়ুন: কানে সরষের তেল দেন!..ইয়ার বাড দিয়ে খোঁচান? জানেন নিজের জন্য কোন বিপদ ডেকে আনছেন! জানুন কান পরিষ্কারের নিরাপদ উপায়
ইউটিউবের তরফে সম্মানপ্রাপ্তির পর বিপুল বলছেন, এবার থেকে এই চ্যানেলের পেছনে বেশি সময় দেবেন বলে জানিয়েছেন বিপুল। বলেছেন, ভাল করে গুছিয়ে ভিডিও করবেন। একদিকে, গৃহশিক্ষকতা এবং অন্যদিকে চ্যানেল থেকে উপার্জন; এই দুই দিয়ে বিপুলের আর্থিক ভিত্তিও মজবুত হচ্ছে। বাড়িতে এক ভাই রয়েছে। বাবা সুধীর বর্মণ সহ পরিবারের বেশিরভাগ সদস্য নিজেদের জমিতে বিভিন্ন শাকসব্জির চাষ করেন। ছেলের নতুন কাজের ব্যাপার নিয়ে খুব একটা ধারণা না জন্মালেও বাবা হিসেবে খুশিই হয়েছেন সুধীর বাবু।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: ইউটিউব থেকেই উপার্জন! প্রত্যন্ত গ্রামের এই তরুণের সাফল্যের কারণ জানেন...অনুপ্রাণিত করবে সকলকেই
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement