এর ফলে বাংলা ও ঝাড়খণ্ডের রেল যাত্রীদের অনেকটাই সুবিধা হল। দক্ষিণ ভারতের ভ্রমণ বা বেঙালুরুর চিকিৎসার জন্য সহজে যেতে পারেন। এছাড়াও পাকুরে একাধিক পাথর কারখানা রয়েছে। ব্যবসায়ী থেকে শ্রমিকরা এখানে আসেন। নতুন এই ট্রেনের স্টপেজের ফলে ব্যবসায়ী থেকে শ্রমিকদের অনেক সুবিধা হবে।
advertisement
৩০ ডিসেম্বর ২০২৩ চালু হয় দেশে দুটি অমৃত ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্রেন দুটির উদ্বোধন করেন। মালদহ টাউন- এসএমভিটি বেঙ্গালুরু ৭ জানুয়ারি থেকে যাত্রা শুরু করে যাত্রী নিয়ে। ঝাড়খণ্ডের সাধারণ মানুষের সুবিধার্থে এবং পাকুড় এলাকায় যাত্রীদের আরও ভাল রেল পরিষেবা দিতে এই উদ্যোগ। ১৩৪৩৪ মালদহ টাউন – এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ১৪ জানুয়ারি থেকে পাকুড় স্টেশনে স্টপেজ দিচ্ছে।
আরও পড়ুনMakar Sankranti Pithe: এটা পিঠে না রুটি? মকর সংক্রান্তিতে তৈরি হয় এই বিশেষ ডিশ!
বিপরীত দিকে ১৩৪৩৩ এসএমভিটি বেঙ্গালুরু – মালদহ টাউন অমৃত ভারত এক্সপ্রেস ১৬ জানুয়ারি থেকে পাকুড় স্টেশনে থামবে। মালদহ টাউন – এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস পাকুড় স্টেশনে পৌঁছাবে ১০.০০ টায়। এবং পাকুড় থেকে ১০.০২ টায় ছেড়ে যাবে। এসএমভিটি বেঙ্গালুরু – মালদহ টাউন অমৃত ভারত এক্সপ্রেস পাকুড় স্টেশনে পৌঁছাবে ০৯.১০ টায়। এবং সেখান থেকে ০৯.১২টায় ছেড়ে যাবে।
হরষিত সিংহ