নকশালবাড়ির মনিরাম গ্ৰাম পঞ্চায়েতের কিলারাম জোতে শুরু হয়েছিল এই জল প্রকল্প। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন। ২০১৭ সালে প্রকল্পের উদ্বোধন হয়। কিন্তু ২০২১ সাল থেকে প্রকল্পের কাজ বন্ধ হয়ে ছিল।
আরও পড়ুন : কাকার লোভ, কলেজ পড়ুয়ার জীবনে ঝড়! সম্পত্তির টানাপড়েনে ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাইঝি’র
advertisement
মূলত, সোলার প্যানেল মাধ্যমে এই প্রকল্পে জল সরবরাহ করার পরিকল্পনা ছিল। এলাকার ১০টি গ্রামের ১৩ কিলোমিটার পর্যন্ত জল সরবরাহ হত। কিন্তু ২০২১ সাল থেকে যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ হয়ে যায় এই প্রকল্প। যে কারণে সমস্যা দেখা দেয় মাল্লাবাড়ি, সুরজবর, সিউবর, কিলারাম, তারাবাড়ির প্রায় ১০০০ বেশি পরিবারে। তবে অবশেষে এই পানীয় জল প্রকল্প স্বাভাবিক হতে চলেছে। উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ।
আরও পড়ুন : ‘ভাষা’ ইস্যুতে বিস্ফোরণ! বিচারকের মন্তব্যকে ঘিরে কর্মবিরতিতে আইনজীবীরা
মহকুমা পরিষদের সভাধিপতির উপস্থিতিতে জনস্বাস্থ্য কারিগরি দফতর ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতর আধিকারিকদের নিয়ে পানীয় জল প্রকল্প পরিদর্শন করেন। এই প্রকল্পটি দ্রুত খুলবে আশাবাদী সভাধিপতি অরুণ ঘোষ। বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ফোনযোগে পুরো বিষয়টি জানিয়েছেন সভাধিপতি। সমস্ত সমস্যা মিটিয়ে দ্রুত জল পরিষেবা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।