কাকার লোভ, কলেজ পড়ুয়ার জীবনে ঝড়! সম্পত্তির টানাপড়েনে ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাইঝি'র

Last Updated:

ভাইঝিকে নিজের কাছে রেখেছিলেন অভিযুক্ত। তারপর সম্পত্তি হাতানোর লক্ষ্যে তাঁকে হত্যার চেষ্টা করা হয়।

সম্পত্তির লোভে ভাইঝিকে আক্রমণ কাকার। (প্রতিকী ছবি)
সম্পত্তির লোভে ভাইঝিকে আক্রমণ কাকার। (প্রতিকী ছবি)
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: সম্পত্তি হাতানোর উদ্দেশ্যে কলেজ পড়ুয়া ছাত্রীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা। অভিযোগের তির ওই ছাত্রীর উঠল কাকা ও কাকিমার দিকে। যে ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের কয়াখাতা গ্রাম। বর্তমানে কলেজ পড়ুয়া ওই ছাত্রী অসুস্থ অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে অভিযুক্ত কাকা শংকর সূত্রধর এবং তাঁর স্ত্রী পলাতক।
জানা গিয়েছে, রবিবার গভীর রাতে শংকর সূত্রধর ও তাঁর স্ত্রী ১৯ বছরের ওই যুবতীকে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করেন। মুখে কাপড় চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা হয়। সে সময় ছাত্রী চিৎকার শুরু করলে প্রতিবেশী এক মহিলা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। এরপর বিলম্ব না করে ওই যুবতীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুন : ত্রাণের খোঁজে বেরিয়েছিলেন, হঠাৎ ডিঙি উল্টে সব শেষ! বাড়ি ফেরা হল না আর, তিনদিন পরে মিলল দেহ
এই ঘটনার পরে অভিযুক্তের ভাই মধু সূত্রধর, দাদা ও স্ত্রীর নামে অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, শংকর বাবুর দাদা শৈলেশ সূত্রধরের মেয়ে ওই কলেজ পড়ুয়া। শৈলেশ সূত্রধর ও তাঁর স্ত্রীর মৃত্যু হলে, ভাইঝিকে নিজের কাছে রেখেছিলেন অভিযুক্ত। তারপর সম্পত্তি হাতানোর লক্ষ্যে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। এমনকি ওই ছাত্রীকে নানা অজুহাতে নির্যাতন শুরু হয়েছিল বলে অভিযোগ। তাঁর নামে থাকা কিছু সম্পত্তিও বিক্রি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : ধূমপায়ীদের জন্য খারাপ খবর! ‘এই জায়গায়’ ধরা পড়লেই গুনতে হবে জরিমানা
বর্তমানে ওই ছাত্রী কলেজে পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করে নিজের খরচ চালান বলে জানা গিয়েছে। কিন্তু তার পরেও পরিবারের মধ্যে নিরাপত্তা পাননি, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। এদিন বিকেলে শামুকতলা থানার পুলিশ তদন্তে গেলে গ্রামের বহু মানুষ একজোট হয়ে অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। অভিযুক্তকে গ্রেফতারের দাবিও তুলেছেন তারা।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কাকার লোভ, কলেজ পড়ুয়ার জীবনে ঝড়! সম্পত্তির টানাপড়েনে ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাইঝি'র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement