‘ভাষা’ ইস্যুতে বিস্ফোরণ! বিচারকের মন্তব্যকে ঘিরে কর্মবিরতিতে আইনজীবীরা

Last Updated:

বিচারকের মন্তব্যে উত্তাল আদলত চত্ত্বর। ক্ষোভের সঞ্চার আইনজীবীদের মধ্যে। পরিস্থিতি গড়াল কর্মবিরতি পর্যন্ত।

বিচারকের মন্তব্যে আইনজীবীদের কর্মবিরতি। (প্রতিকী ছবি)
বিচারকের মন্তব্যে আইনজীবীদের কর্মবিরতি। (প্রতিকী ছবি)
কার্শিয়ং, পার্থপ্রতিম সরকার : আদালতে বিচারকের মন্তব্যকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ। অভিযোগ, স্থানীয় আইনজীবীরা নিজেদের মধ্যে নেপালি ভাষায় কথা বলছিলেন। সেই সময় বিচারকের করা একটি মন্তব্যকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত। জানা গিয়েছে, বিচারকের ভাষা নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্ষোভের সঞ্চার হয় আইনজীবীদের মধ্য়ে। এমন পরিস্থিতিতে এই মন্তব্যকে কেন্দ্র করেই ক্ষুব্ধ আইনজীবীরা এদিন মঙ্গলবার কার্শিয়ং আদালতে কর্মবিরতি পালন করেন।
এই বিষয়ে কার্শিয়ং বার অ্যাসোসিয়েশনের সদস্যেদের মত, আদালতের এজলাসে নয়, আইনজীবীরা নিজেদের মধ্যে আলোচনার সময় নেপালি ভাষা ব্যবহার করছিলেন। ঠিক সেই মুহূর্তেই বিচারকের মন্তব্য কানে আসে। সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত। যার ফলে আদালত চত্বরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। কর্মবিরতি পর্যন্ত পৌঁছে যায় বিষয়টি।
আরও পড়ুন : কাকার লোভ, কলেজ পড়ুয়ার জীবনে ঝড়! সম্পত্তির টানাপড়েনে ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাইঝি’র
এই ঘটনার পর আইনজীবীরা দাবি তুলেছেন, দার্জিলিং ও কালিম্পং জেলার আদালতগুলিতে বিচারক নিয়োগের ক্ষেত্রে নেপালি ভাষাজ্ঞান থাকা আবশ্যিক করতে হবে। কারণ তাঁদের যুক্তি, পাহাড়ের বিশাল সংখ্যক মানুষ নেপালি ভাষাভাষী। ফলে ন্যায়বিচার প্রক্রিয়া সহজ করতে হলে আইনজীবীদের পাশাপাশি বিচারকদের জ্ঞান থাকা প্রয়োজন। স্থানীয় ভাষার মান্যতা দেওয়ার জন্য জোর দিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
একইসহ্গে আইনজীবীদের হুঁশিয়ারি, যদি তাঁদের দাবি না মানা হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। তাঁদের বক্তব্য, এদিন মঙ্গলবার যে কর্মবিরতি পালন করা হয়েছে, তা শুধুমাত্র প্রাথমিক পদক্ষেপ। দাবি পূরণ না হলে বড় আন্দোলনে নামবেন তাঁরা।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
‘ভাষা’ ইস্যুতে বিস্ফোরণ! বিচারকের মন্তব্যকে ঘিরে কর্মবিরতিতে আইনজীবীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement