গত জানুয়ারি মাসেই সুভাষিণী চা বাগানের মাঠে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে করেছিলেন আলাদা করে প্রশাসনিক বৈঠক। সদ্য উত্তরবঙ্গ সফরেও আলিপুরদুয়ার নিয়ে আলোচনা হয়। আলিপুরদুয়ার জেলায় বৃহস্পতিবার সভা করবেন প্রধানমন্ত্রী। তার আগে আজ থেকেই ঢালাও প্রচারে নামল তৃণমূল কংগ্রেস।
advertisement
তৃণমূলের তরফ তুলে ধরা তথ্য অনুযায়ী, আলিপুরদুয়ার জেলায় ৪৩টি প্রকল্প উদ্বোধন করেছেন গত মঙ্গলবার। যার অর্থমূল্য ৭১ কোটি ৫২ লক্ষ ৮৭ হাজার টাকা।
– চা সুন্দরী প্রকল্পে মাদারিহাট ব্লকে মুজনাই চা-বাগানে চা শ্রমিকদের জন্য ২৯৮টি বাড়ি নির্মাণ, ২০ কোটি ২০ লক্ষ টাকা।
– আলিপুরদুয়ার পৌরসভায় ৩টি বক্স কালভার্ট-সহ বক্সা ফিডার রোডের মানোন্নয়ন, ৯ কোটি ৩১ লক্ষ টাকা।
– বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড, ৮ কোটি ৯৯ লক্ষ টাকা।
– ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা-বাগান এলাকায় পানীয় জল প্রকল্প, ৭ কোটি ১৭ লক্ষ টাকা।
– আলিপুরদুয়ার পৌরসভায় আলিপুরদুয়ার শহরে ১২টি রাস্তার মানোন্নয়ন, ৭ কোটি টাকা।
– কুমারগ্রাম ব্লকে জয়ন্তী ধওলা রাস্তায় ২টি বক্স কালভার্ট নির্মাণ, ৩ কোটি ১৫ লক্ষ টাকা।
– কালচিনি ব্লকে হ্যামিলটন গ্রামীণ হাট শেড নির্মাণ, ২ কোটি ৬৬ লক্ষ টাকা।
– মাদারিহাট বীরপাড়া ব্লকে মনসুং নদীর উপর জয়েস্ট সেতু নির্মাণ, ২ কোটি ২ লক্ষ টাকা। এছাড়াও, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুলের পরিকাঠামো উন্নয়ন, ওল্ড এজ হোম, সৌরশক্তি চালিত পানীয় জল প্রকল্প-সহ অন্যান্য প্রকল্প।