TRENDING:

AITMC on Alipurduar: আসছেন মোদি! কী কী উন্নয়ন হয়েছে আলিপুরদুয়ারে...তার তালিকা তৈরি করে প্রচার তৃণমূলের

Last Updated:

গত জানুয়ারি মাসেই সুভাষিণী চা বাগানের মাঠে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে করেছিলেন আলাদা করে প্রশাসনিক বৈঠক। সদ্য উত্তরবঙ্গ সফরেও আলিপুরদুয়ার নিয়ে আলোচনা হয়। আলিপুরদুয়ার জেলায় বৃহস্পতিবার সভা করবেন প্রধানমন্ত্রী। তার আগে আজ থেকেই ঢালাও প্রচারে নামল তৃণমূল কংগ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: আগামিকাল, বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দু’দিনের সফরে সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার সহ মোট ৫ রাজ্যে যাবেন তিনি৷ রয়েছে একেরপর এক জনসভা, রোড শো৷ মোদির সফরের আগে এবার আলিপুরদুয়ার নিয়ে বিশেষ প্রচারে নামতে দেখা গেল তৃণমূলকে। জেলার উন্নয়নে রাজ্য সরকার কী কাজ করেছে এতদিন, এবার সেই সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরা হল। জানা গিয়েছে, বিশেষ ভিডিও বার্তা দিয়ে এই প্রচার চালাতে শুরু করেছে পশ্চিমবঙ্গের শাসকদল।
News18
News18
advertisement

গত জানুয়ারি মাসেই সুভাষিণী চা বাগানের মাঠে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে করেছিলেন আলাদা করে প্রশাসনিক বৈঠক। সদ্য উত্তরবঙ্গ সফরেও আলিপুরদুয়ার নিয়ে আলোচনা হয়। আলিপুরদুয়ার জেলায় বৃহস্পতিবার সভা করবেন প্রধানমন্ত্রী। তার আগে আজ থেকেই ঢালাও প্রচারে নামল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: নির্বাচনমুখী বিহারে বিরাট রোড শো! ৩ দিন ৫ রাজ্য ৬টা র‌্যালি, ঠাসা কর্মসূচিতে বাংলাকেও ছুঁয়ে যাচ্ছেন মোদি

advertisement

তৃণমূলের তরফ তুলে ধরা তথ্য অনুযায়ী, আলিপুরদুয়ার জেলায় ৪৩টি প্রকল্প উদ্বোধন করেছেন গত মঙ্গলবার। যার অর্থমূল্য ৭১ কোটি ৫২ লক্ষ ৮৭ হাজার টাকা।

– চা সুন্দরী প্রকল্পে মাদারিহাট ব্লকে মুজনাই চা-বাগানে চা শ্রমিকদের জন্য ২৯৮টি বাড়ি নির্মাণ, ২০ কোটি ২০ লক্ষ টাকা।

– আলিপুরদুয়ার পৌরসভায় ৩টি বক্স কালভার্ট-সহ বক্সা ফিডার রোডের মানোন্নয়ন, ৯ কোটি ৩১ লক্ষ টাকা।

advertisement

– বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড, ৮ কোটি ৯৯ লক্ষ টাকা।

– ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা-বাগান এলাকায় পানীয় জল প্রকল্প, ৭ কোটি ১৭ লক্ষ টাকা।

– আলিপুরদুয়ার পৌরসভায় আলিপুরদুয়ার শহরে ১২টি রাস্তার মানোন্নয়ন, ৭ কোটি টাকা।

আরও পড়ুন: মণিপুরে শেষ হচ্ছে রাষ্ট্রপতি শাসন? সরকার গড়তে চান ৪৪ বিধায়ক, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ BJP নেতার

advertisement

– কুমারগ্রাম ব্লকে জয়ন্তী ধওলা রাস্তায় ২টি বক্স কালভার্ট নির্মাণ, ৩ কোটি ১৫ লক্ষ টাকা।

– কালচিনি ব্লকে হ্যামিলটন গ্রামীণ হাট শেড নির্মাণ, ২ কোটি ৬৬ লক্ষ টাকা।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

– মাদারিহাট বীরপাড়া ব্লকে মনসুং নদীর উপর জয়েস্ট সেতু নির্মাণ, ২ কোটি ২ লক্ষ টাকা। এছাড়াও, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুলের পরিকাঠামো উন্নয়ন, ওল্ড এজ হোম, সৌরশক্তি চালিত পানীয় জল প্রকল্প-সহ অন্যান্য প্রকল্প।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
AITMC on Alipurduar: আসছেন মোদি! কী কী উন্নয়ন হয়েছে আলিপুরদুয়ারে...তার তালিকা তৈরি করে প্রচার তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল