Manipur: মণিপুরে শেষ হচ্ছে রাষ্ট্রপতি শাসন? সরকার গড়তে চান ৪৪ বিধায়ক, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ BJP নেতার

Last Updated:

জানা গিয়েছে, ইতিমধ্যেই সরকার গড়তে ইচ্ছুক ৪৪ জন বিধায়কের প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেছেন, সে রাজ্যের স্পিকার টিএইচ সত্যব্রত৷ নতুন সরকার গড়ার বিষয়ে এখনও কোনও বিরোধিতা আসেনি বলেই জানা গিয়েছে৷

News18
News18
মণিপুর: মণিপুরে সরকার গড়তে প্রস্তুত সেখানকার বিজেপি নেতারা৷ তাঁদের সমর্থনে রয়েছে ৪৪ জন বিধায়ক৷ বুধবার মণিপুরের রাজভবনে সে রাজ্যের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করে সরকার গড়ার ইচ্ছাপ্রকাশ করলেন মণিপুরের বিজেপি বিধায়ক থকচোম রাধেশ্যাম সিং৷ রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে থকচোম বলেন, ‘‘সাধারণ মানুষের ইচ্ছেকে সম্মান দিয়ে ৪৪ জন বিধায়ক সরকার গড়ার জন্য প্রস্তুত হয়েছেন৷ আমরা বিষয়টি রাজ্যপালকে জানিয়েছি৷ বর্তমানে রাজ্যে যে সমস্যা চলছে, তা নিয়েও রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে, সমস্যা সামলাতে কী কী করা যেতে পারে তা নিয়েও কথা বলেছি আমরা৷’’
থকচোম জানিয়েছেন, রাজ্যপাল তাঁদের আবেদন গ্রহণ করেছেন এবং সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করার আশ্বাস দিয়েছেন৷
তবে এর পরেও থকচোম জানিয়েছেন, তাঁরা সরকার গড়তে প্রস্তুত হলেও মণিপুরে জোটের সরকার গড়ার বিষয়ে শেষ কথা বলবেন অবশ্যই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ তিনি জানান, এখন তাঁরা সরকার গড়ার ইচ্ছাপ্রকাশ করলেও, আনুষ্ঠানিক ভাবে দাবি জানানো হবে দিল্লি নেতৃত্ব থেকে নির্দেশ পাওয়ার পরেই৷
advertisement
advertisement
জানা গিয়েছে, ইতিমধ্যেই সরকার গড়তে ইচ্ছুক ৪৪ জন বিধায়কের প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেছেন, সে রাজ্যের স্পিকার টিএইচ সত্যব্রত৷ নতুন সরকার গড়ার বিষয়ে এখনও কোনও বিরোধিতা আসেনি বলেই খবর৷
advertisement
২০২৩ সালের মে মাস থেকে মেইতেই সংরক্ষণ নিয়ে শুরু হয় মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং উপজাতি কুকিদের মধ্যে সংঘর্ষ৷ মাসের পর মাস দুই গোষ্ঠীর মধ্যে খুনোখুনি, ধর্ষণ, পাল্টা ধর্ষণ, হিংসা, অগ্নিকাণ্ডের মতো ঘটনার পরে বিশৃঙ্খলার দায় স্বীকার করে সরে যেতে হয় সে রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-কে৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে মণিপুরে জারি হয় রাষ্ট্রপতি শাসন৷
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় ৫৯ জন নির্বাচিত সদস্য রয়েছেন৷ এক বিধায়কের মৃত্যু হয়েছে৷ তাঁর আসন বর্তমানে শূন্য৷ রাষ্ট্রপতি শাসন শেষ করে নির্বাচিত বিজেপি-জোট সরকার তৈরি করতে যে ৪৪ জন বিধায়ক রাজি হয়েছেন, তাঁদের মধ্যে ৩২ জন মেইতেই বিধায়ক, ৩ জন মণিপুরি মুসলিম এবং ৯ জন নাগা বিধায়ক৷
advertisement
অন্যদিকে, কংগ্রেসের পক্ষে রয়েছে ৫ কংগ্রেস বিধায়ক, প্রত্যকেই মেইতেই৷ মণিপুর বিধানসভার বাকি ১০ বিধায়ক কুকি সম্প্রদায়ভুক্ত৷ তাঁদের মধ্যে ৭ জনই বিজেপি’র টিকিটে বিজয়ী৷ ২ জন কুকি পিপলস অ্যালায়েন্সের এবং একজন নির্দল৷
বাংলা খবর/ খবর/দেশ/
Manipur: মণিপুরে শেষ হচ্ছে রাষ্ট্রপতি শাসন? সরকার গড়তে চান ৪৪ বিধায়ক, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ BJP নেতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement