মালদহ শহরের প্রতিটি মূল প্রবেশদ্বারের রাস্তার মোড়ে বসানো হল নাকা চেকিং পয়েন্ট। এমনকি পরবর্তীতে এইসব নাকা চেকিং পয়েন্টে বসানো হবে সিসিটিভি ক্যামেরা, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এসপি প্রদীপ কুমার যাদব বলেন, শহরের বিভিন্ন প্রবেশদ্বার ও বাহির পথগুলিতে নাকা পয়েন্ট তৈরি করা হচ্ছে। নিয়মিত পুলিশি নজরদারি চালানো হবে এই নাকা পয়েন্ট থেকে। বিভিন্ন সন্দেহজনক যানবাহন, এমনকি সন্দেহজনক ব্যক্তিদের এর ফলে তল্লাশি করতে সুবিধা হবে।
advertisement
আরও পড়ুন: শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ, বিয়ের ১০ দিনের মাথায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
এই নাকা চেকিং পয়েন্টগুলিতে একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসারের সঙ্গে বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মী নজরদারিতে যুক্ত থাকবেন। মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি আমরা। নাকা পয়েন্ট তৈরির ফলে শহরে নিরাপত্তা অনেকটাই বৃদ্ধি পাবে। এরফলে সন্দেহজনক গতিবিধির ওপর সহজেই নজরদারি চালানো যাবে। পুলিশের এই পদক্ষেপে আশ্বস্ত জেলার সাধারণ মানুষ’ও।
হরষিত সিংহ