Car Accident: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, আহত ৩০ চা শ্রমিক
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Car Accident: শুক্রবার সকালে একটি ছোট গাড়িতে করে চা শ্রমিকরা চা বাগানের কাজে যোগ দিতে যাচ্ছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে
জলপাইগুড়ি: সাত সকালে কাজে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন ৪০ জন চা শ্রমিক। এই দুর্ঘটনায় আহত হন ৩০ জন। ঘটনাটি ঘটে চালসা-মেটেলি রাজ্য সড়কের চালসা পিডব্লুডি বাংলো সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে একটি ছোট গাড়িতে করে চা শ্রমিকরা চা বাগানের কাজে যোগ দিতে যাচ্ছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে। তৎক্ষণাৎ আহতদের চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।
advertisement
advertisement
সূত্রের খবর, এদিন মেটেলি ব্লকের শনগাছি চা বাগান থেকে ছোট ওই পণ্যবাহী গাড়িতে করে প্রায় ৪০ জন ঠিকা শ্রমিক কাজের জন্য পার্শ্ববর্তী একটি চা বাগানে যাচ্ছিল। যাওয়ার পথে ওই এলাকায় গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 07, 2024 1:31 PM IST










