স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দীর্ঘ সময় ধরে ওই বৃদ্ধের সঙ্গে তাঁর ছেলের বনিবনা হত না। মাঝেমধ্যেই ঝগড়া বিবাদ লেগেই থাকত। গতকালও সেরকম একটি ঘটনা ঘটেছে তাঁর বাড়িতে। তবে ওই বৃদ্ধ প্রতিদিন সকালবেলা উঠতেন। কিন্তু, এদিন তিনি সকাল বেলা না ওঠায় কৌতুহলী হয়ে ওঠে এলাকার মানুষেরা। বাড়ির সামনে রাস্তায় ভিড় জমায় সকলেই। কোনও রকমভাবে ঘরের ভেতর দেখতেই সকলে দেখে বিছানায় নিথর অবস্থায় বৃদ্ধের দেহ দেখতে পান। তবে বার্ধক্যজনিত মৃত্যু নাকি খুন এই নিয়ে নানা প্রশ্ন উঠছে গোটা এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ Ravichandran Ashwin: ৫০০ উইকেটের ‘এলিট ক্লাবে’ অশ্বিন, সঙ্গে গড়লেন একাধিক রেকর্ড
বৃদ্ধর ছেলে রামপ্রসাদ রায় জানান,”তাঁর বাবার সঙ্গে গতকাল তাঁর কাটাকাটি হয়েছিল ঠিকই। কিন্তু, কিভাবে এই ঘটনা ঘটলো তিনি বুঝতে পারছেন না।” এই বিষয়ে শীতলকুচি থানার ওসি এন্থনি হোরো জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।” তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এটি আদৌ সাধারণ মৃত্যু নাকি অন্য কোন ঘটনা এই নিয়ে রহস্য দানা বাঁধছে।
Sarthak Pandit