আরও পড়ুন: ব্রিটিশদের তৈরি এই চার্চে বড়দিন এলেই বেজে ওঠে ঘণ্টা
ছয় দিন পেরিয়ে যাওয়ার পরেও নিখোঁজ তিন ছাত্রীর হদিস না মেলায় দুশ্চিন্তায় ভুগছে পরিজনরা। অভিযোগ, ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করলেও পুলিশ গুরুত্ব দিচ্ছে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা সীতেশ পাহাড়ি, তপন পাহাড়ি ও মিতুল পাহাড়ির মেয়ে একইদিন নিখোঁজ হয়ে যায়। যেদিন তারা নিখোঁজ হয় সেই দিন তিন ছাত্রীই নিজের কলেজ ও স্কুলে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকে আর সন্ধান নেই। নিখোঁজ কলেজ ছাত্রীর কাছে মোবাইল ফোন ছিল। কিন্তু সেখানে ফোন করলে সুইচ অফ বলছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পুলিশের বিরুদ্ধে গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলে নিখোঁজদের পরিবার বিষয়টি স্থানীয় পঞ্চায়েত জানিয়েছিল। যদিও সেখান থেকেও বিশেষ একটা সহযোগিতা মেলেনি বলে অনুযোগ। এই পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটছে নিখোঁজ ছাত্রীদের পরিবারের। তাঁদের দাবি, মেয়েদের কেউ বা কারা অপহরণ করেছে। এই বিষয়ে কোতুয়ালি পঞ্চায়েতের প্রধান সন্দীপ ঘোষ বলেন, নিখোঁজ ছাত্রীদের পরিবার বিষয়টি জানিয়েছে। বিষয়টি আমিও পুলিশকে জানিয়েছি। পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি। যদি পুলিশ কোনও ব্যবস্থা না করে তবে পরিবারের লোকজন নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হব।
হরষিত সিংহ






