এদিন দুপুরে এক পূর্ণবয়ষ্ক স্ত্রী হাতির মৃতদেহ উদ্ধার হয় চা বাগান থেকে। আলিপুরদুয়ার জেলার রায়মাটাং চা বাগানের পাঁচ নং সেকশনে এদিন এলাকার বাসিন্দারা দেখতে পান হাতিটিকে। প্রথমে দেখে অনেকেই বুঝতে পারেনি হাতিটি মৃত। কারণ সেটি বসে ছিল। অনেক সাহস নিয়ে সামনে যেতেই দেখা যায় হাতিটি মৃত।
এরপর তারা বনদফতরের পানা রেঞ্জ-এ খবর দেন। ঘটনাস্থলে পানা রেঞ্জ থেকে বনকর্মীরা পৌছায়।বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা ঘটনাস্থলে পৌছায়। এডিএফও নবিকান্ত ঝা এর অনুমান দলগত কোনও সমস্যার শিকার হাতিটি।
advertisement
আরও পডুনঃ Howrah News: স্কুলে শিশুদের সামনে হঠাৎ জোড়া বিষধর কেউটে সাপ! কী ঘটল তারপর
হাতিটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বনকর্মীরা। এরপর বুনো হাতির মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মত বন দফতরের। হাতিটির বয়স ১৮ থেকে ২০ বছর বলে জানা গিয়েছে। তবে ঠিক কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত।
Annanya Dey