Howrah News: স্কুলে শিশুদের সামনে হঠাৎ জোড়া বিষধর কেউটে সাপ! কী ঘটল তারপর

Last Updated:

Howrah News: একজোড়া বিষধর কেউটে পৌঁছল প্রাথমিক বিদ্যালয়ে! ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক মন্ডলী সকলেই ভীষণ উৎসাহিত এতে। আসলে শিশুকাল থেকে পরিবেশ এবং বন্যপ্রাণীদের গুরুত্ব বোঝাতে বিদ্যালয় বিশেষ পাঠের ব্যবস্থা।

+
বন্যপ্রাণ

বন্যপ্রাণ সম্পর্কে অবগত করতে ছাত্রছাত্রীদের সামনে জোড়া কেউটে

হাওড়া: একজোড়া বিষধর কেউটে পৌঁছল প্রাথমিক বিদ্যালয়ে! ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক মন্ডলী সকলেই ভীষণ উৎসাহিত এতে। আসলে শিশুকাল থেকে পরিবেশ এবং বন্যপ্রাণীদের গুরুত্ব বোঝাতে বিদ্যালয় বিশেষ পাঠের ব্যবস্থা। সেইদিকে গুরুত্ব রেখে বিদ্যালয় নিকটবর্তী স্থান থেকে পরিবেশ কর্মীদের দ্বারা উদ্ধার দুটি কেউটে সাপ নিয়ে আসা হয় বিদ্যালয়ে। এমন ঘটনা বন্যপ্রাণ উদ্ধারকারীদের অনন্য একটা অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারা। স্কুলের ছোটো ছোটো ছাত্র ছাত্রী ও গ্রামবাসীদের ভালোবাসায় আপ্লুত হল সর্প উদ্ধারকারীরা।
ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান ২ ব্লকের রবিভাগ পশ্চিমপাড়ায়। স্থানীয় ওই এলাকায় একটি খালে মাছ ধরার জন্য মুগরি বসিয়েছিলো গ্রামবাসী রাজু ধাড়া। পরেরদিন সকালে মুগরি তুলতে গিয়ে দেখেন দুটি বিষধর কেউটে সাপ আটকে পড়েছে। এলাকার সমাজসেবী রঞ্জিত জানা ও গ্রামবাসী কুন্তল ধাড়া সাপ উদ্ধারের জন্য খবর দেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য, বন্যপ্রান সংরক্ষনকারী চিত্রক প্রামানিক’কে। কিছুক্ষণের মধ্যেই চিত্রক প্রামানিক, সুমন্ত দাস, রঘুনাথ মান্না ও সুপ্রকাশ আদক ঘটনাস্থলে পৌঁছায়।
advertisement
ঘটনাস্থলের পাশেই রবিভাগ পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়। স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সাপ উদ্ধার ঘটনা ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে। ছাত্র ছাত্রীরা নিরাপদ দূরত্বে থেকে জোড়া বিষধর কেউটে সাপ উদ্ধার পর্যবেক্ষণ করে। সাপ উদ্ধারের পর চিত্রক, সুমন্ত, রঘুনাথ ও সুপ্রকাশ’রা ছাত্র ছাত্রী ও গ্রামবাসীদের সাপ রক্ষা করা ও সাপে কাটলে কি করনীয় সেই সম্বন্ধে সচেতন করেন। ছাত্র ছাত্রীরা বন্যপ্রান উদ্ধারকারীদের ছবিও তোলেন। স্কুলে নিয়ে গিয়ে বন্যপ্রাণ উদ্ধার বিষয়ে নানা গল্প। এমন একটা দিন স্মৃতি করে রাখতে ছাত্র-ছাত্রীরা তাদের খাতায় উদ্ধারকারীদের অটোগ্রাফ নেয়।
advertisement
advertisement
আগামী দিনে তাদের অনেকেই পরিবেশ রক্ষার কাজে এগিয়ে আসতে চায়। বন্যপ্রান উদ্ধারকারী সুমন্ত দাস ও রঘুনাথ মান্না জানায়,”জীবনে বহু জায়গায় সাপ উদ্ধারে‌ গিয়েছি। কিন্তু ছাত্র ছাত্রীদের যেভাবে ভালোবাসা পেয়েছি , এই উদ্ধার কাজটি সারাজীবন মনে থাকবে।” রবিভাগ পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কৌশিক সাঁতরা জানান,”বর্তমানে পরিবেশ যেভাবে ভারসাম্য হারিয়ে ফেলছে সেখানে সাপ সহ সমস্ত বন্যপ্রানকে রক্ষা করতে হবে, গাছ লাগাতে হবে। আমরা আমাদের স্কুলে চিত্রক বাবুদের নিয়ে একটি পরিবেশ ও বন্যপ্রান সচেতনতা শিবির খুব শীঘ্রই আয়োজন করব। আমাদের ছাত্র ছাত্রীরা এই বিষয়ে ভীষন উৎসাহী।”
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: স্কুলে শিশুদের সামনে হঠাৎ জোড়া বিষধর কেউটে সাপ! কী ঘটল তারপর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement