Nadia News: কিউ আর কোডে এবার গোটা বিদ্যালয়ের বই! জেলার প্রথম ডিজিটাল লাইব্রেরি
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: কিউআর কোড গুলো স্ক্যান করে যে কেউ পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষা দফতরের প্রাক-প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২৬ টি বই এর পিডিএফ ভার্সন পেয়ে যাবেন
নদিয়া: জেলার মধ্যে এই প্রথম সরকারি কোনও প্রাথমিক বিদ্যালয়ে চালু হল ডিজিটাল লাইব্রেরি। নবদ্বীপ ব্লকের মায়াপুর বামুনপুকুর পূর্ব মোল্লা পাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন নবদ্বীপ উত্তর চক্র প্রাথমিক বিদ্যালয় সমূহের বিদ্যালয় পরিদর্শক জানবাস শেখ।
এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরণ শেখ জানান,”স্কুলের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনকে আরও ত্বরান্বিত করতে নদিয়া জেলার মধ্যে এই প্রথম পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হল। ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে এবার থেকে স্কুলের ছাত্র-ছাত্রীরা যে কেউ কিউ আর কোড এর সাহায্যে মোবাইল ফোনের মাধ্যমে পড়াশোনা করতে পারবে। এখানে একশোরও বেশি শিশু পাঠ্য গল্প, ছড়ার নানান বই ছাড়াও বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজকের দিন পর্যন্ত যাবতীয় ডিজিটালাইজড তথ্য এবং নথি পাওয়া যাবে।”
advertisement
এছাড়াও বিদ্যালয়ের ডিজিটাল লাইব্রেরি বোর্ডে রাখা কিউআর কোডগুলো স্ক্যান করে যে কেউ পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষা দফতরের প্রাক-প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২৬ টি বই এর পিডিএফ ভার্সন পেয়ে যাবেন এবং ডাউনলোড করতে পারবেন। তিনি বলেন,”একদিকে যেমন পাঠ্যবই থাকছে অন্যদিকে ছাত্র ছাত্রীদের পঠন দক্ষতা বাড়ানোর জন্য ‘ডিজিটাল লাইব্রেরি’-তে থাকছে শতাধিক শিশু উপযোগী গল্পের ও ছড়ার বইয়ের সম্ভার।”
advertisement
advertisement
এছাড়াও তিনি জানান,”ছাত্র-ছাত্রীরা বাড়িতে অবসর সময়ে ‘গল্পের সম্ভারে’র কিউ আর কোড স্ক্যান করে ডাউনলোডের মাধ্যমে গল্পের বই পড়তে পারবে। এর সঙ্গে স্কুলের প্রতিষ্ঠা দিবসের পর থেকে স্কুল সংক্রান্ত সকল তথ্য হাতের মুঠোয় চলে আসার ফলে বিভিন্ন সময়ে বিদ্যালয়ের তরফ থেকে শংসাপত্র প্রধানের ক্ষেত্রেও অনেক সুবিধা হবে।” পঠন-পাঠনের ক্ষেত্রে আধুনিকীকরণ ও অভূতপূর্ব উন্নতির জন্য স্বাভাবিকভাবেই খুশি স্কুলের অভিভাবক সহ এলাকাবাসীরা।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2024 4:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: কিউ আর কোডে এবার গোটা বিদ্যালয়ের বই! জেলার প্রথম ডিজিটাল লাইব্রেরি