বিশ্বের কোন ব্যাটারকে ভয় পান বুমরাহ? জবাবে তারকা পেসার যা বললেন

Last Updated:

Jasprit Bumrah: তাঁর সুইং, বাউন্সার ও নিখুঁত ইয়র্কারের সাননে আত্মসমর্পন করে বিশ্বের তাবড় তাবড় ব্যাটাররা। এহেন জসপ্রীত বুমরাহ বোলিং করার সময় কোন ব্যাটারকে সবথেকে বেশি ভয় পান?

বর্তমানে বিশ্বের সেরা পেসারদের মধ্যে অন্যতম সেরা জসপ্রীত বুমরাহ। ভারতীয় পেস অ্যাটাকের স্তম্ভ তিনি। তাঁর সুইং, বাউন্সার ও নিখুঁত ইয়র্কারের সাননে আত্মসমর্পন করে বিশ্বের তাবড় তাবড় ব্যাটাররা। এহেন জসপ্রীত বুমরাহ বোলিং করার সময় কোন ব্যাটারকে সবথেকে বেশি ভয় পান?
সম্প্রতি এক সাক্ষাতকারে এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। উত্তরে জসপ্রীত বুমরাহ যা বলেন তা অবাক করে সকলকে। বুঝিয়ে দেন নিজের উপর কতটা বিশ্বাস তার। বুমরাহ আলাদা করে কোনও ব্যাটারের নাম কিন্তু নেননি। উল্টে নিজের শক্তির উপর আস্থা থাকলে সকল পরিস্থিতির মোকবিলা করা যায় বলে জানিয়েছেন তারকা পেসার।
advertisement
জসপ্রীত বুমরাহ বলেছেন,আমি একটা ভালো উত্তর দিতে চাই। যা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। আমি সকল ব্যাটারকে শ্রদ্ধা করি। কবে কাউকে আমার মাথার উপর চড়ে বসতে দিইনা। নিজের শক্তির উপর আস্থা রেখে নিজের কাজটা ঠিক মত করে যেতে চাই। তাহলে আমার বিশ্বাস আমাকে কেউ আটকাতে পারবে না। আমি নিজেকে সেরা সুযোগ দিতে চাই। প্রতিপক্ষ ব্যাটারকে সেরা হতে দিতে কখনই চাইনা। প্রতিপক্ষ নয়, আমি নিজেকে দেখি, নিজের ট্যালেন্টের যোগ্যতার উপর বিশ্বাস রাখি।”
advertisement
advertisement
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের পর বর্তমানে বিশ্রামে রয়েছেন জসপ্রীত বুমরাহ। টি-২০ বিশ্বকাপেও ভারতের হয়ে সেরা পারফরম্যান্স দিয়েছিলেন তিনি। প্রতিযোগিতায় ১৫টি উইকেট নিয়ে মরা আলাদা করে কোনও ব্যাটারের নাম কিন্তু নেননি। সামনে ভারতের ১০টি টেস্ট ম্যাচ রয়েছে। সেই কারণে বিশ্রাম নিয়ে মাঠে ফেরার প্রস্তুতি সারছেন বুম-বুম।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বের কোন ব্যাটারকে ভয় পান বুমরাহ? জবাবে তারকা পেসার যা বললেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement