দোল উৎসবের জিনিস ব্যবসায়ী বিশ্বজিৎ বণিক জানান, “প্রতিবছর দোল উৎসব বা হোলির বাজারে নতুন নতুন আকর্ষণ থাকে। চলতি বছরেও সেটার অন্যথা হয়নি। এবার মুখোশের রকমারি সম্ভার সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। তাই এই বছরের বিক্রির শুরুর দিন থেকেই রেকর্ড পরিমাণে বিক্রি হচ্ছে রকমারি মুখোশ। বিভিন্ন জন্তুর ও কার্টুনের মুখোশের পাশাপশি রয়েছে যোগী ও মোদির মুখোশ। মুখোশের দাম শুরু হচ্ছে ২০ টাকা থেকে রয়েছে আরও বিভিন্ন দামের। এছাড়া বাচ্চাদের মধ্যে আকর্ষণ বাড়াচ্ছে বিভিন্ন জন্তুর মুখোশ। এই আকর্ষণ থেকেই এই মুখোশের বিক্রি বেড়েছে উঠেছে অনেকটা।”
advertisement
আরও পড়ুন: এই বিষয়গুলি মেনে চললে লাভবান হবেন অনেক বেশি
আরেক দোকানের ব্যবসায়ী বিশ্বনাথ বণিক জানান, “প্রতিবছর বাজারে কিছু না কিছু নতুন আকর্ষণ তো থাকেই। তবে এইবারে নতুন আকর্ষণ হল রকমারি পিচকারি। ছোটদের সত্যি দারুণ পছন্দ হচ্ছে এগুলি। দামেও কম, তার উপর একেবারে অন্য রকমারি দেখতে। যেমন রয়েছে ত্রিশূল পিচকার, বাচ্চাদের রকমারি মোবাইল গেমস ও ভিডিও গেমসের বিভিন্ন বন্দুক। এছাড়াও রয়েছে অন্যান্য রকমের ডিজাইন। সবমিলিয়ে বর্তমান সময়ে জেলার বাজারে চাহিদায় রয়েছে এই পিচকারিগুলি। এই পিচকারিগুলির দাম শুরু হচ্ছে ১৫০ টাকা থেকে। রয়েছে আরও রকমারি দামের। বর্তমান সময়ে ইতিমধ্যেই দোল উৎসবের জিনিস কিনতে বাজারে ভিড় শুরু হয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান সময়ে দোল উৎসবের চাইতে বসন্ত উৎসব বেশি আনন্দে উদযাপন করে বহু মানুষ। তবে দোল উৎসব মানেই রঙের ছড়াছড়ি। তাই বাজারে রকমারি মুখোশ এবং পিচকারি তো থাকবেই। বর্তমানে সব মিলিয়ে বলতে গেলে চলতি বছরের হোলির বাজারে ট্রেন্ডিংয়ে রয়েছে রকমারি মুখোশ ও পিচকারি।
Sarthak Pandit





