Money Making Tips: এই বিষয়গুলি মেনে চললে লাভবান হবেন অনেক বেশি

Last Updated:
Money Making Tips: বাদাম চাষ করতে খরচ হয় একেবারেই কম। এবং পরিশ্রমও হয় না খুব একটা। তবে লাভের পরিমাণ পাওয়া যায় এর থেকে অনেকটাই বেশি।
1/5
বর্তমান সময়ে বেশিরভাগ কৃষক বিকল্প চাষের দিকে ঝুঁকতে শুরু করেছেন। আর এই বিকল্প চাষের মধ্যে অন্যতম একটি চাষ হল বাদাম চাষ। মাথাভাঙা ২ নং ব্লকের ফুলবাড়ি তপসিখাতা এলাকার জলঢাকা নদীর চরে এই বাদাম চাষ হচ্ছে প্রচুর পরিমাণে। প্রতিবছর বর্ষা শেষে নদীর চরে উর্বর পলিমাটি জমে। আর এই উর্বর পলিমাটি বাদাম চাষের জন্য আদর্শ। এর জেরে বহু কৃষক এই নদীর উর্বর পলিমাটিতেই বাদাম চাষ করতে আগ্রহ প্রকাশ করছেন। এই চাষ করে প্রচুর টাকা লাভ করা সম্ভব এমনটাই জানাচ্ছেন কৃষকেরা।
বর্তমান সময়ে বেশিরভাগ কৃষক বিকল্প চাষের দিকে ঝুঁকতে শুরু করেছেন। আর এই বিকল্প চাষের মধ্যে অন্যতম একটি চাষ হল বাদাম চাষ। মাথাভাঙা ২ নং ব্লকের ফুলবাড়ি তপসিখাতা এলাকার জলঢাকা নদীর চরে এই বাদাম চাষ হচ্ছে প্রচুর পরিমাণে। প্রতিবছর বর্ষা শেষে নদীর চরে উর্বর পলিমাটি জমে। আর এই উর্বর পলিমাটি বাদাম চাষের জন্য আদর্শ। এর জেরে বহু কৃষক এই নদীর উর্বর পলিমাটিতেই বাদাম চাষ করতে আগ্রহ প্রকাশ করছেন। এই চাষ করে প্রচুর টাকা লাভ করা সম্ভব এমনটাই জানাচ্ছেন কৃষকেরা।
advertisement
2/5
বাদাম চাষি মনোরঞ্জন সরকার জানান, "তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে এই বাদাম চাষের সঙ্গে যুক্ত। বাদাম চাষ করতে খরচ হয় একেবারেই কম। এবং পরিশ্রমও হয় না খুব একটা। তবে লাভের পরিমাণ পাওয়া যায় এর থেকে অনেকটাই বেশি। এছাড়া বাদাম বিক্রির জন্য বাজারে ঘুরতে হয় না। পাইকারেরা বাড়ি থেকে এসে বাদাম কিনে নিয়ে যায়। বিঘা প্রতি বাদামে খরচ হয় মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা। তবে লাভ হয় দ্বিগুণেরও বেশি। তাইতো বাদাম চাষ অনেকটাই লাভজনক বলে মনে করেন বেশিরভাগ কৃষক।"
বাদাম চাষি মনোরঞ্জন সরকার জানান, "তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে এই বাদাম চাষের সঙ্গে যুক্ত। বাদাম চাষ করতে খরচ হয় একেবারেই কম। এবং পরিশ্রমও হয় না খুব একটা। তবে লাভের পরিমাণ পাওয়া যায় এর থেকে অনেকটাই বেশি। এছাড়া বাদাম বিক্রির জন্য বাজারে ঘুরতে হয় না। পাইকারেরা বাড়ি থেকে এসে বাদাম কিনে নিয়ে যায়। বিঘা প্রতি বাদামে খরচ হয় মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা। তবে লাভ হয় দ্বিগুণেরও বেশি। তাইতো বাদাম চাষ অনেকটাই লাভজনক বলে মনে করেন বেশিরভাগ কৃষক।"
advertisement
3/5
তিনি আরও জানান, "বাদাম মূলত নভেম্বর-ডিসেম্বর মাসে এবং ফেব্রুয়ারি-মার্চ মাসে রোপন করা যায়। তবে এই বাদাম চাষে বেশকিছু রোগ ব্যাধি দেখতে পাওয়া যায়। যেগুলি অনেকটাই ক্ষতি করে চাষের।"
তিনি আরও জানান, "বাদাম মূলত নভেম্বর-ডিসেম্বর মাসে এবং ফেব্রুয়ারি-মার্চ মাসে রোপন করা যায়। তবে এই বাদাম চাষে বেশকিছু রোগ ব্যাধি দেখতে পাওয়া যায়। যেগুলি অনেকটাই ক্ষতি করে চাষের।"
advertisement
4/5
কোচবিহারের কৃষিবিজ্ঞান কেন্দ্রের শস্য সুরক্ষা বিশেষজ্ঞ ডঃ সুরোজ সরকার জানান, "এই চাষে দুই ধরনের রোগ দেখতে পাওয়া যায়। একটি হল বাদাম গাছ পঁচে যাওয়া। আরেকটি হলো টিক্কা রোগ। এই রোগে বাদাম গাছের পাতার মধ্যে মাঝখানে কালো বিন্দু এবং চারি পাশে হলুদ রঙের আভা। এই রোগের ক্ষেত্রে কার্বেন্ডাজিম ও ম্যানকোজেব গ্রুপের ওষুধ প্রয়োগ করতে হয়।"
কোচবিহারের কৃষিবিজ্ঞান কেন্দ্রের শস্য সুরক্ষা বিশেষজ্ঞ ডঃ সুরোজ সরকার জানান, "এই চাষে দুই ধরনের রোগ দেখতে পাওয়া যায়। একটি হল বাদাম গাছ পঁচে যাওয়া। আরেকটি হলো টিক্কা রোগ। এই রোগে বাদাম গাছের পাতার মধ্যে মাঝখানে কালো বিন্দু এবং চারি পাশে হলুদ রঙের আভা। এই রোগের ক্ষেত্রে কার্বেন্ডাজিম ও ম্যানকোজেব গ্রুপের ওষুধ প্রয়োগ করতে হয়।"
advertisement
5/5
এই সকল বিষয়গুলি মাথায় রেখে বাদাম চাষ করতে পারলে চাষের থেকে লাভ পাওয়া যাবে অনেকটাই বেশি। যে কোন কৃষক স্বল্প খরচে স্বল্প পরিশ্রমে অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন সহজে। তাইতো বর্তমান সময়ে এই বাদাম চাষের প্রতি আগ্রহ প্রকাশ করতে শুরু করেছেন বহু কৃষক।
এই সকল বিষয়গুলি মাথায় রেখে বাদাম চাষ করতে পারলে চাষের থেকে লাভ পাওয়া যাবে অনেকটাই বেশি। যে কোন কৃষক স্বল্প খরচে স্বল্প পরিশ্রমে অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন সহজে। তাইতো বর্তমান সময়ে এই বাদাম চাষের প্রতি আগ্রহ প্রকাশ করতে শুরু করেছেন বহু কৃষক।
advertisement
advertisement
advertisement