চিন সীমান্তের খুব কাছে লাদাখে রয়েছে পোলোগঙ্কা শৃঙ্গ। অভিযানে যেতে চলেছে উত্তরবঙ্গের নেচার ও অ্যডভেঞ্চার ক্লাবের সদস্যরা।উত্তরবঙ্গের সমস্ত নেচার ও আ্যডভেঞ্চার ক্লাব গুলো সমস্ত সদস্যরা একত্রিত হয়ে পর্বত অভিযানে যাবে। পর্বত আরোহী রয়েছেন ১৫ জন। একথা জানান উত্তরবঙ্গের নেচার ও আ্যডভেঞ্চার ক্লাবের সদস্যরা। তারা জানান আগামী জুলাই অথবা অগাস্ট মাসে উত্তরবঙ্গের ৬ টি আ্যডভেঞ্চার ক্লাবের সদস্যরা লাদাখের একটি শৃঙ্গ পোলোগঙ্কা অভিযান শুরু করবে। যার উচ্চতা প্রায় একুশ হাজার ফুট।
advertisement
আরও পড়ুন – Narendra Modi: সংঘর্ষ বিরতির পরেই আদমপুর এয়ারবেসে প্রধানমন্ত্রী, সেনা জওয়ানদের সঙ্গে কথা মোদির, রইল ছবি
অভিযাত্রী দলের নেতৃত্ব ভাস্কর দাস জানান, ” এই পোলোগঙ্কা শৃঙ্গ চিন সীমান্তের খুব কাছে। বর্তমানে ভারত সরকার চিন বর্ডার ও অন্যান্য বর্ডার লাগোয়া পর্বতে অভিযানের অনুমতি দিচ্ছে। এই পোলোগঙ্কা শৃঙ্গে প্রথম ১৯৯৭ সালে ব্রিটিশ ও ভারতীয় দল আরোহণ করে।”
এই শৃঙ্গে আবহাওয়া খুব খারাপ এছাড়া এখানে জলের সঙ্কট রয়েছে।ভারতের লাদাখ অঞ্চলের একটি উচ্চ পার্বত্য গিরিপথ যা ভারতের লাদাখ ও চিনের তিব্বতের মধ্যে বিতর্কিত সীমান্ত এলাকায় অবস্থিত। এটি পূর্ব লাদাখে অ্যাকচুয়াল কন্ট্রোল লাইন এর কাছাকাছি একটি কৌশলগত ও ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল বলে জানা যায়।
Annanya Dey