Narendra Modi: সংঘর্ষ বিরতির পরেই আদমপুর এয়ারবেসে প্রধানমন্ত্রী, সেনা জওয়ানদের সঙ্গে কথা মোদির, রইল ছবি
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
Narendra Modi: ভারতের "অপারেশন সিঁদুর"-এর পর ৯ ও ১০ মে রাতে পাকিস্তান যেসব বিমান ঘাঁটিতে আক্রমণের চেষ্টা করেছিল, আদমপুর তার মধ্যে অন্যতম ...
advertisement
আদমপুর বায়ু সেনা ঘাঁটি বা আদমপুর এয়ার ফোর্স স্টেশন হল ভারতের উত্তরাঞ্চলে জলন্ধর জেলার আদমপুর শহরে অবস্থিত একটি বায়ু সেনা ঘাঁটি। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম সামরিক বিমানবন্দর। এটি ভারত-পাক সীমান্তের ১০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং ৪৭ নং স্কোয়াড্রন আইএএফ এবং ২২৩ নং স্কোয়াড্রন আইএএফ-এর ঘাঁটি। Photo Courtesy- Narendra Modi (X Account)
advertisement
১৯৬৫ সালের ৭ সেপ্টেম্বর পিএএফ কর্তৃক তিনটি ভারতীয় বিমানঘাঁটিতে (হেলভারা, পাঠানকোট ও আদমপুর) ১৩৫ জন বিশেষ পরিষেবাগ্রুপ (এসএসজি) প্যারা কমান্ডোকে,প্যারাস্যুট দ্বারা নামায়। এই সাহসী প্রচেষ্টা একটি "চরম দুর্দশা" বলে প্রমাণিত হয়েছে। কেবলমাত্র দশজন কমান্ডো পাকিস্তানে ফিরে যেতে সক্ষম হয়েছিল, অবশিষ্টরা (একজন অপারেশন কমান্ডার মেজর খালিদ বাট সহ) যুদ্ধবন্দি হিসাবে ধরা পড়ে। Photo Courtesy- Narendra Modi (X Account)
advertisement
advertisement
১৯৭১ সালের ৩ ডিসেম্বর "অপারেশন চেঙ্গিস খান" দিয়ে পশ্চিম ফ্রন্টে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়। পাকিস্তানি সেনা পাঠানকোটের বায়ু সেনা ঘাঁটিতে আঘাত হানে এবং রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাঠানকোনকে ঘিরে নেয় জলন্ধরের আদমপুর এএফএস থেকে আসা সৈন্য, এবং প্রথম আঘাতের পর স্থল কর্মীরা রানওয়ে মেরামত করে দেয়। Photo Courtesy- Narendra Modi (X Account)
advertisement









