বিগত কয়েক বছর ধরে সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গেই সাইকেলে চেপে শহরের বহু বাড়ি বাড়ি খবরের কাগজ ফেরি করে বেড়ান মন্দিরা দেবী। দু’চাকার সাইকেলে ভর দিয়েই চলে সংসার আর মেয়েকে মানুষের মতো মানুষ করে তোলার লড়াই। মা-বেটিতে কোনওরকমে চলে যায় সংসার কিন্তু মেয়েকে নিয়ে দু’চোখে স্বপ্ন অনেক। সেই স্বপ্নকে সফল করতে এই লড়াই লড়ছে এই ‘মা’।
advertisement
জলপাইগুড়ি বেগুন্টারি এলাকার বাসিন্দা মন্দিরা দেবী। নারীরাও যে যেকোনও সমস্যা একা হাতে সামলে লড়ে যেতে পারে তারই জ্বলন্ত উদাহরণ এই মন্দিরা দেবী। জানা গিয়েছে, মন্দিরা দেবীর স্বামী বাড়ি বাড়ি পেপার ফেরি করতেন। হঠাৎ স্বামীর মৃত্যুর পর একমাত্র মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সংসারের হাল ধরেছেন মন্দিরা দেবী। সাইকেলকে ভরসা করে তিনি খবরে কাগজ বিক্রি করছেন। পাশাপাশি দুপুরে একটি ব্যাঙ্কের ছোট ক্যান্টিনও চালান তিনি। এভাবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সততার নজির গড়েছেন তিনি। মন্দিরা দেবীর মতো যে নারীরা মা- এর ভূমিকা পালন করে সততার সঙ্গে রাত দিন এক করে স্বপ্ন পূরণের লড়াইয়ে ব্রতী হয়েছেন তাদের মাতৃদিবসের দিন কুর্নিশ।
সুরজিৎ দে