খেতে না দেওয়ায় নিজের মাকে খুন করল এক ছেলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগ্রাম এলাকায়। ব্যাংডোবা বনবস্তি এলাকায় মৃতার বাড়ির সামনে দেখা যায় ভিড়।
জানা গিয়েছে ওই এলাকায় বাহা কিস্কুকে নিয়ে বসবাস করত ছেলে রমান টুডু । বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা বাড়িতে এলে দেখতে পায় বাহা টুডু রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে। তাঁরাই খবর দেন কুমারগ্রাম থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
advertisement
আরও পড়ুন- শিশুকন্যাকে গণধর্ষণ করে খুন, অপরাধীদের মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের
মৃতার ছেলে রমানকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। প্রতিবেশীদের সূত্রে জানা যায়, বুধবার রাতে তারা বাহা টুডুর চিৎকার শুনেছিলেন। মা ও ছেলের মাঝে চেঁচামেচি লেগে থাকে তাই কেউ বিষয়টি গুরুত্ব দেয়নি।
এদিন সকালে বাহা কিস্কুকে ডাকতে এসে তার দেহ দেখেন এলাকাবাসীরা।রমানের হাতে লাঠি দেখতে পেয়েছেন প্রতিবেশিরা। তারপরেই পুলিশকে খবর দেওয়া হয়। ধৃত রমানকে আদালতে পাঠান হয়েছে। তবে ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ।
Annanya Dey