বিশেষত নতুন প্রজন্মের মেয়েরা এই নেইল আর্টের প্রতি বেশি ঝোঁক বাড়িয়েছে। আর মহিলাদের আবেগকে কাজে লাগিয়ে নখের উপর রং বেরঙের নানা অভিনব ডিজাইনের নেইল আর্ট মন কেড়েছে গ্রাহকদের। শুধু তাই নয়, গ্রাহকদের চাহিদা অনুযায়ী পছন্দ সহিত নকশা নখের উপর আর্ট করে দেন সুইটি। ফলে প্রত্যহ অর্ডার বেড়েছে অনেকটাই।
আরও পড়ুন: ১৮ কোটি টাকায় ৩ তলা বিল্ডিং! দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারা যা সুবিধা পাবেন, আর ছুটতে হবে না বাইরে
advertisement
এবিষয়ে হস্তশিল্পী সুইটি সাহা জানান, এইবছর তার হাতের কাজে ফুটিয়ে তোলা নেইল আর্ট বেশ আকর্ষণীয়। যা পুজোপার্বন হোক বা বিশেষ অনুষ্ঠানে শাড়ি বা ফ্যাশনেবল ড্রেসের সঙ্গে পরলেই এক্কেবারে লুক পাল্টে যাবে। পছন্দ সহিত এই নেইল আর্ট করতে সময় লাগছে দেড় থেকে দু’ঘন্টা। দামও রেখেছেন সকলের সাধ্যের মধ্যেই। ৭০০ টাকা থেকে শুরু। বর্তমান সময়ে চাহিদাও বেড়েছে ব্যাপক হারে। কেননা নিজেদের পছন্দমত নকশা বানিয়ে পরতে পারছেন সকলেই। তার ওপর থাকছে স্টোনের কাজ। এর ফলে একদিকে যেমন হস্তশিল্প হিসেবে নেইল আর্টের প্রসার বাড়ছে, অপরদিকে নিজেদের পছন্দমত জিনিস করতে পেরে খুশি সাধারণ মানুষ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুইটি দেবী ছোট থেকেই বিভিন্ন আঁকিবুকির সঙ্গে যুক্ত ছিলেন। এরপরেই হঠাৎ করেই নেইল আর্টের বিষয়টি তাঁর মাথায় আসে। আর যেমন ভাবনা অমনি কাজ। নিজে প্রশিক্ষণ নিয়ে সময় অনুযায়ী সারাদিনে প্রায় দুই থেকে তিনজনের নেইল আর্ট ফুটিয়ে তুলেছেন বালুরঘাটের বাসিন্দা সুইটি সাহা। এর পাশাপাশি আশপাশের এলাকার অনেক মহিলাদের স্বাবলম্বী করে তুলছেন তিনি। জানা গেছে, সারা দিনে সামান্য কিছু সময় ব্যয় করে এখন মাসে তিন থেকে চার হাজার টাকার কাছাকাছি রোজগার করতে পারছেন অনায়াসেই তিনি। সময় এবং পরিশ্রম বাড়িয়ে দিলেই ভবিষ্যতে বাড়বে বাড়তি রোজগারও।
সুস্মিতা গোস্বামী





