তিনি জানান, “আমি প্রথমে সোশ্যাল মিডিয়ায় পদ্ম চাষের ভিডিও দেখি। খুবই ভাল লাগে। সেই ভাবনা থেকেই বাড়ির বাগানে একটি ছোট গামলায় পদ্ম চাষ শুরু করি। আমার বিশ্বাস বাণিজ্যিকভাবে সফল হবে এই চাষ।”
আরও পড়ুন: ঘুটঘুটে অন্ধকারে চোখ জ্বলজ্বল করছে ওটা কি! পরে জানাজানি হতেই সাংঘাতিক আতঙ্ক কোচবিহারে
advertisement
প্রথমদিকে এটা ছিল শুধুই কোচবিহার জেলার শুভঙ্করের শখের জায়গা। কিন্তু ধীরে ধীরে শুভঙ্কর লক্ষ্য করেন, এই পদ্ম গাছগুলি ভাল ফুল দিচ্ছে এবং তাতে মানুষের আগ্রহও বাড়ছে। তখনই মাথায় আসে নতুন ভাবনা, এটা যদি বাণিজ্যিকভাবে করা যায়?
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে শুভঙ্কর কিছুটা হলেও আয়ের মুখ দেখতে শুরু করেছেন। লোকজন তার চাষের পদ্ম ও পদ্মপাতা কিনে নিচ্ছেন। পদ্মের ও পাতা ব্যবহার থাকায় বাজারে চাহিদাও রয়েছে। সামনে দুর্গাপুজো, পদ্মের জোগান ভালভাবে দেওয়া সম্ভব হবে বলে জানান শুভঙ্কর।
Annanya Dey