Leopard Panic: ঘুটঘুটে অন্ধকারে চোখ জ্বলজ্বল করছে ওটা কি! পরে জানাজানি হতেই সাংঘাতিক আতঙ্ক কোচবিহারে

Last Updated:

রাতের অন্ধকারে এক যুবক প্রথম বাড়ির জানালা দিয়ে দেখতে পান এমন ঘটনা

রাতের অন্ধকারে লেপার্ড
রাতের অন্ধকারে লেপার্ড
কোচবিহার: আবারও লোকালয়ে বন্য জন্তুর আগমন। আচমকাই টাপুরহাট চণ্ডীশালের লোকালয়ে দেখতে পাওয়া গেল একটি লেপার্ড। কোচবিহার টাপুরহাট চণ্ডীশাল এলাকার এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। একটি বাড়ির যুবক প্রথম রাতের অন্ধকারে বাড়ির জানালা দিয়ে দেখতে পান সেই লেপার্ডটিকে। মুহূর্তে এলাকায় মানুষের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে। দ্রুত খবর পাঠানো হয় বন দফতরে।
স্থানীয় বাসিন্দা জয়দীপ দাস জানান, “কোচবিহার ঘুঘুমারি অঞ্চলের চণ্ডীশাল সংলগ্ন এলাকা আচমকাই এই এলাকায় এক যুবক সন্ধ্যাবেলা বাড়ির জানালা দিয়ে দেখেন এই লেপার্ডকে। সঙ্গে সঙ্গে সেই নিজের মোবাইল ফোনে দুটো ছবি তোলে সে। সেই খবর চাউর হতেই শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে আতঙ্ক এলাকার বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কোচবিহারের বন দফতরের কর্মীরা।”
advertisement
advertisement
যদিও এই বিষয়ে কোচবিহার ডিভিশনের বন দফতরের সূত্রে জানতে পারা গিয়েছে, “গোটা এলাকায় তল্লাশি চালনো হয়। তবে বন দফতরের কর্মীরা এখনও পর্যন্ত এলাকায় কোন লেপার্ড দেখতে পাননি। ইতিমধ্যেই এলাকায় লেপার্ড ধরার জন্য খাঁচা বসানোর কাজ শুরু করা হয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার মানুষেরা বর্তমানে আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছেন। প্রতিনিয়িত এলাকায় একটি ভয়ের পরিবেশ বিরাজ করছে।
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Leopard Panic: ঘুটঘুটে অন্ধকারে চোখ জ্বলজ্বল করছে ওটা কি! পরে জানাজানি হতেই সাংঘাতিক আতঙ্ক কোচবিহারে
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement