অভিযোগ, এক ব্যক্তি নিজেকে কলেজকর্মীর পরিচয়ে ফোন করে দ্রুত রিভিউ করিয়ে পাশ করানোর নামে ব্যাক পাওয়া ছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করে। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট গার্লস কলেজে। ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসতেই প্রতারিত ছাত্রীরা বালুরঘাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রুটিন প্রকাশ, বর্ষায় প্রশ্নপত্র সুরক্ষিত রাখতে বিশেষ পদক্ষেপ সংসদের
advertisement
কলেজ অধ্যক্ষ বিমান চক্রবর্তী জানিয়েছেন, “কলেজ থেকে কোনও তথ্য বাইরে যায়নি। প্রতারক ওই ব্যক্তি কীভাবে ছাত্রীদের ফলাফল জেনে তাঁদের ভয় দেখিয়ে টাকা আদায় করেছে তা সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত শুরু করেছে।”
তবে প্রশ্ন উঠছে, প্রতারকের হাতে ফলাফলের তথ্য কীভাবে গেল? জানা গিয়েছে, বালুরঘাট গার্লস কলেজের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয় ১১ জুন। রিভিউয়ের শেষ তারিখ ছিল ২৬ জুন। অথচ প্রতারক ব্যক্তি রিভিউয়ের নতুন ডেডলাইন ১৫ জুলাই বলে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়।
ছাত্রীদের দাবি, একাধিকবার ফোন করে অনলাইনে টাকা জমা দিতে বলা হয়। এদিন বিষয়টি কলেজের নজরে আসতেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে সতর্ক করে সাইবার থানায় অভিযোগ জানাতে বলা হয়। ইতিমধ্যেই কয়েকজন ছাত্রী অভিযোগ দায়ের করেছে। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে সাইবার ক্রাইম থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী