জানাগেছে সারাক্ষণ মোবাইল গেমের নেশায় ডুবে থাকতো বছর ১৫ অভিজিৎ। খেতে বসেও ফোন চাই তার। রাতে খাওয়ার সময় বাবার থেকে ফোন চাইলে বাবা তাকে ফোন দিতে অস্বীকার করে।এই রাগেই খাবার ভাত ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় অভিজিৎ।তখন থেকে সে আর বাড়ি ফিরে আসেনি।এদিকে ছেলের চিন্তায় খাওয়া-দাওয়া ছেড়েছেন বাবা-মা সহ বাড়ির সকলেই।
advertisement
আরও পড়ুন – What Is Man Holding In Hand: এমার্জেন্সিতে হাজির, হাসপাতালে তো এলেন কিন্তু হাতের বয়ামে ও কী রাখা, তোলপাড়
রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা মহামায়া কলোনির বাসিন্দা গনেস রায়ের ছোট ছেলে অভিজিৎ। এই বিষয়ে ভোরের আলো থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ করেন পরিবারের লোকেরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ভোরের আলো থানার পুলিশ।
নিখোঁজ অভিজিতের মা জানায় ছেলে অভিজিৎ সব সময় মোবাইলে গেম খেলত। গতকাল রাতে খাবার খেতে বসার আগে বাবার মোবাইল চাইলে মোবাইল না দেওয়ার রাগে জামাকাপড় ব্যাগে ভরে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার পর থেকে বন্ধু ও আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজ করলেও অভিজিতের কোন সন্ধান পাওয়া যায়নি।
Sujoy Ghosh