What Is Man Holding In Hand: এমার্জেন্সিতে হাজির, হাসপাতালে তো এলেন কিন্তু হাতের বয়ামে ও কী রাখা, তোলপাড়

Last Updated:

What Is Man Holding In Hand: এমার্জেন্সি বিভাগে ভর্তি হতে হাতে করে যা নিয়ে এলেন রোগী! অবাক করা ঘটনা…

প্লাটিকের বয়ামে সাপ
প্লাটিকের বয়ামে সাপ
কোচবিহার: অবাক করা কান্ডকারখানা এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে। ঘটনায় হতবাক হয়ে গেলেন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে থাকা মানুষেরা। ঘড়িতে সময় তখন আনুমানিক রাত ১১টা ৩০ মিনিট। আর পাঁচটা দিনের মতন চলছিল হাসপতালের ইমার্জেন্সী বিভাগের কর্মকাণ্ড। হাসপাতালে আসছিল বিভিন্ন ধরনের রোগী ভর্তির জন্য। তবে এরই মধ্যে এক রোগী ও রোগীর পরিবারের কীর্তি দেখে চক্ষু চড়ক গাছ মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মীদের।
হাসপতালের এক কর্মী জানান, “অন্যান্য রোগীর মতন হাসপাতালে ভর্তির জন্য এসেছিল ওই রোগী। তবে ভর্তির আগে ইমার্জেন্সীতে থাকা ডাক্তারকে দেখিয়ে টিকিট করাতে হয়। সেই সময় রোগী ডাক্তারকে জানান যে তাঁকে পায়ের মধ্যে সাপে কামড়েছে। এরপর ডাক্তার কোন সাপ কামড়েছে প্রশ্ন করলে রোগী জানায় সাপটি সম্পর্কে সে জানেনা। তবে সে তাঁর সঙ্গে করে আনা একটি প্লাস্টিকের বয়ামের ভেতরে থাকা সাপটি বয়াম সমেত তুলে ধরে ডাক্তারের সামনে। আর এতেই অবাক হয়ে যান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে থাকা মানুষেরা।”
advertisement
advertisement
এই বিষয়ে রোগীর মামা শুভেন্দু ভৌমিক জানান, “তাঁর বছর ১৫-এর ভাগ্নিকে রাতে পায়ের মধ্যে একটি সাপ কামড়ায়। যদিও পরিবারের মানুষেরা সাপটিকে চিনতে পারছিলেন না। সাপটি বিষয়ধর, নাকি নির্বিষ সেই বিষয়ে সঠিক ধারণা না থাকায় সাপটিকে কোনোও রকমে আটক করেন তাঁরা। তারপর তাঁরা বলরামপুর থেকে সোজা মেডিক্যাল কলেজে ও হাসপাতালে আসেন ভাগ্নিকে ভর্তি করাতে। সঙ্গে তাঁরা সাপটিকেও এনেছিলেন বয়ামে করে। যদিও ভর্তি করাতে এসে ডাক্তারকে দেখিয়ে তাঁরা জানতে পারেন সাপটি নির্বিষ সাপ। তাই কিছুটা আতঙ্ক কমছে তাঁদের।”
advertisement
সর্প উদ্ধারকারী অর্ধেন্দু বণিক জানান, “এই সাপটি সম্পুর্ণ নির্বিষ একটি সাপ। তাই এই সাপকে নিয়ে অযথা ভয় পাওয়ার কিছুই নেই। জলঢোঁড়া বা আটঘরিয়া নামেই সর্বত্র পরিচিত এই সাপটি। জলাশয় বা নদীর পাশে থাকে এটি। তবে অধিকাংশ সময় এরা মাথা উঁচিয়ে এবং গলা ছড়িয়ে বিষধর সাপের ফণা তোলার অনুকরণ করে ভয় দেখানোর জন্য।” এই ঘটনার পর সর্প উদ্ধারকারীরা এসে সাপটিকে উদ্ধারকরে নিয়ে যান। এরপর সাপটিকে হাসপাতাল থেকে কিছুটা দূরে ছেড়ে দেওয়া হয়।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
What Is Man Holding In Hand: এমার্জেন্সিতে হাজির, হাসপাতালে তো এলেন কিন্তু হাতের বয়ামে ও কী রাখা, তোলপাড়
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement