TRENDING:

Cooch Behar News: পঞ্চায়েত প্রধান গেলেন কোথায়! নিখোঁজ পোস্টার ঘিরে তুফানগঞ্জে উত্তেজনা

Last Updated:

North Bengal news: তুফানগঞ্জ মহকুমার অন্দরানফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটল অবাক করা কাণ্ড। এলাকার পঞ্চায়েত প্রধানের নামেই এলাকায় লাগানো হল নিখোঁজ পোস্টার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তুফানগঞ্জ: কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার অন্দরানফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটল এক অবাক করা কাণ্ড। এলাকার পঞ্চায়েত প্রধানের নামেই এলাকায় লাগানো হল নিখোঁজ পোস্টার। এছাড়া প্রধানের পদত্যাগেরও দাবি করা হয়েছে এই পোস্টারে। এগুলি লাগানো হয় অন্দরানফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত দত্তপাড়া এলাকায়। পোস্টারে উল্লেখ করা হয়েছে, ‘অন্দরানফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ননীবালা বর্মন নিখোঁজ রয়েছেন। ফলে সাধারণ ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি প্রকল্প পেতে ভীষণ অসুবিধায় পড়ছে। তাই পঞ্চায়েত প্রধানের অবিলম্বে পদত্যাগ দাবি করছি।’
পঞ্চায়েত প্রধানের নামে পোস্টার
পঞ্চায়েত প্রধানের নামে পোস্টার
advertisement

আরও পড়ুন: ভারতের শ্রীলঙ্কা সফরের আগেই দুঃসংবাদ! গুলি করা খুন করা হল প্রাক্তন ক্রিকেটারকে

এই পোস্টারের বিষয়ে এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন, “পঞ্চায়েত প্রধান ননীবালা বর্মন ঠিক মতো দফতরে আসেন না। ফলে বহু মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয়। দিনের পর দিন ঘুরতে হয় পঞ্চায়েত দফতরে। এছাড়া সময় মতো পরিষেবাও তিনি দেন না। ফলে অসুবিধা বেড়েছে এলাকায়। রাস্তায় বেহাল দশা থেকে শুরু করে অন্যান্য আরও অসুবিধা রয়েছে। ফলে ক্ষুব্ধ মানুষেরা এই কাজ করেছেন। যদি এতে পঞ্চায়েত প্রধানের হুশ ফেরে। তাহলে হয়তো এলাকার পরিস্থিতির কিছুটা বদল হবে।”

advertisement

আরও পড়ুন: প্রসবের সময় মারা যান স্ত্রী! দেহ সৎকার করে চিতাভস্ম থেকে যা পাওয়া গেল… জানলে আপনিও শিউরে উঠবেন

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে এই বিষয়ে পঞ্চায়েত প্রধান ননীবালা বর্মন দাবি করেন, বেশ কিছু দিন যাবৎ কিছু দুষ্কৃতী তাঁকে পঞ্চায়েতে দফতরে যেতে বাধা দিচ্ছে। তাই বাড়িতে থেকেই পরিষেবা দিতে হচ্ছে তাঁকে। সেই সঙ্গে তিনি আরও জানান, এই নিয়ে দ্রুত জেলা প্রশাসনের দ্বারস্থ হবেন, এলাকার মানুষ সবটা জানে, সময়মতো আগামী ভোটের ফলাফলে এর যোগ্য জবাব পাবে দুষ্কৃতীরা। তবে এই গোটা ঘটনা নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: পঞ্চায়েত প্রধান গেলেন কোথায়! নিখোঁজ পোস্টার ঘিরে তুফানগঞ্জে উত্তেজনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল