আরও পড়ুন: ভারতের শ্রীলঙ্কা সফরের আগেই দুঃসংবাদ! গুলি করা খুন করা হল প্রাক্তন ক্রিকেটারকে
এই পোস্টারের বিষয়ে এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন, “পঞ্চায়েত প্রধান ননীবালা বর্মন ঠিক মতো দফতরে আসেন না। ফলে বহু মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয়। দিনের পর দিন ঘুরতে হয় পঞ্চায়েত দফতরে। এছাড়া সময় মতো পরিষেবাও তিনি দেন না। ফলে অসুবিধা বেড়েছে এলাকায়। রাস্তায় বেহাল দশা থেকে শুরু করে অন্যান্য আরও অসুবিধা রয়েছে। ফলে ক্ষুব্ধ মানুষেরা এই কাজ করেছেন। যদি এতে পঞ্চায়েত প্রধানের হুশ ফেরে। তাহলে হয়তো এলাকার পরিস্থিতির কিছুটা বদল হবে।”
advertisement
তবে এই বিষয়ে পঞ্চায়েত প্রধান ননীবালা বর্মন দাবি করেন, বেশ কিছু দিন যাবৎ কিছু দুষ্কৃতী তাঁকে পঞ্চায়েতে দফতরে যেতে বাধা দিচ্ছে। তাই বাড়িতে থেকেই পরিষেবা দিতে হচ্ছে তাঁকে। সেই সঙ্গে তিনি আরও জানান, এই নিয়ে দ্রুত জেলা প্রশাসনের দ্বারস্থ হবেন, এলাকার মানুষ সবটা জানে, সময়মতো আগামী ভোটের ফলাফলে এর যোগ্য জবাব পাবে দুষ্কৃতীরা। তবে এই গোটা ঘটনা নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।