TRENDING:

Old Man Body Recovery: নিখোঁজ ব্যক্তির দেহ ভাসছে পুকুরে! সাতসকালে এলাকায় শোরগোল

Last Updated:

Old Man Body Recovery: রবিবার থেকে নিখোঁজ ছিলেন নিতাই রায় (৭৫)। তাঁর বাড়ি জলপাইগুড়ির কোতোয়ালি থানার অধীন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়াঝার বাজার সংলগ্ন সুন্দরপাড়ায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: সাত সকালে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়িতে। খবর চাওর হতেই বহু মানুষ ছুটে আসেন, ভিড়ে ভিড়াক্কার হয়ে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ।
স্থানীয়দের ভিড়
স্থানীয়দের ভিড়
advertisement

উল্লেখ্য গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন নিতাই রায় (৭৫)। তাঁর বাড়ি জলপাইগুড়ির কোতোয়ালি থানার অধীন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়াঝার বাজার সংলগ্ন সুন্দরপাড়ায়। তাঁর দেহ’ই এদিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে ভাসতে দেখা যায়। সেটি বাবার দেহ বলে চিহ্নিত করেন ছেলে রুপেশ রায়।

আরও পড়ুন: কাজ সেরে আর ফেরা হল না যুবকের, বাড়ির কাছে এসে থেমে গেল জীবনের চাকা!

advertisement

স্থানীয় সূত্রে খবর, পুকুরে দেহটি ভাসতে দেখে স্থানীয়রাই প্রথম নিতাই রায়ের বলে চিহ্নিত করেন। পরে তাঁরা পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা এসেও দেহটি নিতাই রায়ের বলেই চূড়ান্তভাবে চিহ্নিত করেন। এই প্রসঙ্গে স্থানীয়দের অনুমান, রাতের অন্ধকারে রাস্তা ভুল করে পুকুরে পড়ে গিয়ে থাকতে পারেন ওই বৃদ্ধ। সেক্ষেত্রে রবিবার রাতেই ঘটনাটি ঘটে থাকতে পারে। পরে তাঁর দেহ জলে ভেসে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Old Man Body Recovery: নিখোঁজ ব্যক্তির দেহ ভাসছে পুকুরে! সাতসকালে এলাকায় শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল